Friday 16 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির সঙ্গে বৈঠকে বসেছে ঐক্যফ্রন্ট


২৫ ডিসেম্বর ২০১৮ ১২:৩৬ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৪:২৬

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’চেয়ে আবারও নির্বাচন কমিশনের সঙ্গে (ইসি) বৈঠক বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেন ঐক্যফ্রন্ট নেতারা।

বৈঠকে আগামী ২৭ ডিসেম্বরের সমাবেশ সম্পর্কে আলোচনা হওয়ার কথা আছে। নির্বাচনি প্রচারণায় ধানের শীষের প্রার্থীদের ওপর যেসব হামলার ঘটনা ঘটেছে এবং যেসব নেতাকর্মী আটক হয়েছেন সে বিষয়ে নির্বাচন কমিশনে তালিকা দেয়া হবে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে এবং তারা এ বিষয়ে প্রতিকার চাইবেন।

ফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের শীর্ষ নেতারা বৈঠকে উপস্থিত আছেন। এছাড়াও, বৈঠকে আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গণফোরামের প্রেসিডেয়াম সদস্য মোস্তফা মহসিন মন্টু এবং ড. জাফুরুল্লাহ চৌধুরী।

সারাবাংলা/জিএস/জেএএম

ইসির সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট