।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শ্যামপুরে ঢাকা-৪ আসনের ধানের শীষের প্রার্থী সালাহ্উদ্দিন আহমেদের মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে লাঙ্গলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে।
সালাহ্উদ্দিন আহমেদ অভিযোগ করে জানান, তিনি ধানের শীষের একটি শান্তিপূর্ণ মিছিল করতে চেয়েছিলেন, কিন্তু পুলিশ তা করতে দেয়নি। উল্টো বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে।
তিনি বলেন, ‘আমরা শান্তি চাই, কোনো সংঘর্ষ চাই না। সেজন্য নেতাকর্মীরা শান্ত রয়েছে। ধানের শীষ মিছিল করতে না পারলেও পুলিশ ও বিজিবির উপস্থিতিতে মহাজোটের সমর্থকরা লাঙ্গলের পক্ষে দফায় দফায় মিছিল করেছে।’ এসময় তিনি পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।
শ্যামপুর জোনের সহকারী কমিশনার (এসি) ফয়সাল মাহমুদ জানান, এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের উত্তেজনা যাতে ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য আমরা হস্তক্ষেপ করেছি। যাদের আটক করা হয়েছে পরে যাচাই-বাছাই করে তাদের ছেড়ে দেওয়া হবে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে মিছিল বের করেন সালাহ্উদ্দিন আহমেদ। তবে পুলিশি বাধার কারণে মিছিলটি বাসার সামনে থেকে অগ্রসর হতে পারেনি। এ সময় তাকে বারবার উপস্থিত পুলিশের ঊর্ধ্বতন পুলিশের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এই পরিস্থিতিতে বেলা সাড়ে ১০টার দিকে লাঙ্গলের একটি মিছিল সেখানে এলে পরিস্থিতি উত্তেজনায় রূপ নেয়। লাঙ্গলের ওই মিছিল থেকে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। তবে পুলিশ মিছিলটিকে সরিয়ে দিলে কোনো ধরনের অনাকঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
এদিকে ধানের শীষের নেতাকর্মীরা মিছিল করতে না পারলেও বেশ কয়েকটা দফা মিছিল করেছে লাঙ্গল প্রতীক সমর্থিত নেতাকর্মীরা। তারা সালাউদ্দিন আহমেদের শ্যামপুরের বাসভবনের সামনে দিয়ে বেশ কয়েকবার মিছিল নিয়ে নিচে নিয়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে বড় একটি মিছিল সালাউদ্দিন আহমেদের বাড়ির সামনে দিয়ে নিয়ে যান লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ আবু হোসেন বাবলা।
এ সময় পুলিশকে সালাউদ্দিন আহমেদের বাসভবনের সামনে সতর্ক অবস্থানে দেখা যায়। বেলা ১২টা দিকে বিজিবির দু’টি গাড়ি সালাহ্উদ্দিন আহমেদের বাড়ির সামনে আসে, এর কিছুক্ষণ পর চলে যায়। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
সারাবাংলা/ইউজে/এমও