Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ইউপি চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতা গ্রেফতার


২৫ ডিসেম্বর ২০১৮ ১৭:০৫ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮ ১৭:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ইউনিয়ন পরিষদ চেয়ার‌ম্যানসহ দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন—উপজেলা বিএনপির একাংশের আহবায়ক শওকত আলম ও আরেক অংশের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান হামিদুল হক মন্নান।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের নিজ বাড়ি থেকে হামিদুল হক মন্নানকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ। এর আগে সোমবার সন্ধ্যায় বোয়ালখালী পৌর সদরের নিজ বাড়ি থেকে শওকতকে গ্রেফতার করা হয়েছে।

বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. তাজউদ্দিন সারাবাংলাকে বলেন, শওকত আলমকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজিরের পর কারাগারে পাঠানো হয়েছে। হামিদুল হকের বিরুদ্ধে মামলা যাচাই-বাছাই করা হচ্ছে।’

বিজ্ঞাপন

করলডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হামিদুল হক মন্নান চট্টগ্রাম-৮ (বোয়াখালী-চান্দগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের অনুসারী।

শওকত আলম বিএনপি নেতা এরশাদ উল্লাহর অনুসারী হিসেবে পরিচিত। এরশাদ উল্লাহ ২০০৮ সালে বিএনপি থেকে মনোনয়ন পেলেও জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদলের কাছে পরাজিত হন।

মোরশেদ খান ও এরশাদ উল্লাহকে বাদ দিয়ে বিএনপি এবার এই আসনে মনোনয়ন দিয়েছে চট্টগ্রাম মহানগর কমিটির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানকে।

সারাবাংলা/আরডি/এমআই

চট্টগ্রাম বিএনপি নেতা