Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রচারণার আড়ালে নাশকতার পরিকল্পনা, বিশেষ অভিযানে আটক ৭৬


২৫ ডিসেম্বর ২০১৮ ১৮:১৮

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

সাতক্ষীরা: নির্বাচনি প্রচরণার আড়ালে নাশকতার পরিকল্পনা করায় সাতক্ষীরা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের স্ত্রী মাকসুদা খানম ও মেয়ে শারমিন সুলতানা খুকুকে আটক করা হয়েছে। এছাড়া পুলিশের বিশেষ অভিযানে আরও ৭৪ জনকে আটক করা হয়েছে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক আলী আহমেদ হাসেমী জানান, গাজী নজরুল ইসলাম বর্তমানে কারাগারে আটক রয়েছেন। এদিকে নির্বাচনি প্রচারণার আড়ালে নাশকতার উদ্দেশ্যে কর্মী ও সমর্থকদের নিয়ে জড়ো হচ্ছিলেন মাকসুদা খানম ও শারমিন সুলতানা। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা কারাগার এলাকা থেকে তাদের আটক করা হয়।

এর আগে সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আরও ৭৪ জনকে আটক করা হয়।

সারাবাংলা/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর