গুলশানে বিএনপি-ঐক্যফ্রন্ট বৈঠক, মাথায় ৮ সেলাই নিয়ে হাজির গয়েশ্বর
২৫ ডিসেম্বর ২০১৮ ২০:২৯
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিএনপি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা সমন্বিত বৈঠকে বসেছেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় এ বৈঠক শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে বৈঠক চলছে।
এদিকে রাত ৮টায় বৈঠকে যোগ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়ায় নির্বাচনি জনসংযোগ করার সময় হামলায় তিনি আহত হয়েছিলেন। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মাথায় আটটি সেলাই নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় ওই বৈঠকে যোগ দিয়েছেন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ধানের শীষের প্রচারণায় ঢাকা-৩ আসনের চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে বের হন ওই আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়। প্রচারণা চালানোর সময় তার ওপর লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে গয়েশ্বর চন্দ্রসহ তার বিপুলসংখ্যক কর্মী-সমর্থক আহত হয়েছেন।
আরও পড়ুন: হামলায় রক্তাক্ত গয়েশ্বর
আহত অবস্থায় গয়েশ্বরকে রাজধানীর বিজয়নগরে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তানভীর আহমেদ বলেন, ‘গয়েশ্বর চন্দ্র রায় যখন হাসপাতালে আসেন তখন জখমস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। আমরা স্যালাইন ও ইনজেকশন পুশ করেছি। তার মাথার পেছনের দিকে আটটি সেলাই দেওয়া হয়েছে। তাকে সিটিস্ক্যান করার জন্য বলা হয়েছিল। পরে তিনি আর আসেননি।’
হাসপাতালের একজন কর্মচারী সেলিম বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে দেখেছি। তবে কোথায় গেছে জানি না।
সারাবাংলা/এসএইচ/এজেড/একে