।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: শহীদ ফারুক রোড, যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪। নৌকার প্রার্থী হাবিবুর রহমান মোল্লার ৫০ নম্বর ওয়ার্ড নির্বাচনি এলাকার প্রধান কার্যালয়। কার্যালয়ের ঠিক সামনে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে পাটের রশি দিয়ে ঝুলানো নৌকার পোস্টার। আর নৌকার পোস্টার থেকে দুই/তিন ইঞ্চি উঁচুতে পাটের রশি দিয়ে টাঙানো ধানের শীষের পোস্টার।
কোথাও, কোথাও নৌকা-ধানের শীষের ‘অক্ষত’ পোস্টার একটি আরেকটির সঙ্গে জড়াজড়ি করে রয়েছে। যেন পোস্টারে পোস্টারে মিতালি! মিতালি আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমান মোল্লার সঙ্গে বিএনপি প্রার্থী নবী উল্লাহ নবীর! অন্তত পোস্টারে স্থান পাওয়া নবী উল্লাহ নবী ও হাবিবুর রহমান মোল্লার ফটোগ্রাফ-এর পাশাপাশি অবস্থান দেখে তাই মনে হয়!
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে নৌকার প্রার্থী হাবিবুর রহমান মোল্লার ৫০ নম্বর ওয়ার্ড নির্বাচনি এলাকার প্রধান কার্যালয় কথা হয় আওয়ামী লীগের কর্মী আব্দুর রশিদের সঙ্গে। সারাবাংলাকে তিনি বলেন, ‘নির্বাচনি এলাকা ঢাকা-৫ ঘুরে দেখেন, কোথাও কোনো গোলামাল নেই, সহিংসতা নেই। তারা (ধানের শীষের প্রার্থী) তাদের কাজ করছে, আমরা আমাদের কাজ করছি। এখন পর্যন্ত প্রচারণায় কেউ বাধা দেয়নি। একটা পোস্টারে কেউ হাত দেয়নি।’
অবশ্য ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবী বিষয়টিকে ব্যাখ্যা করলেন অন্যভাবে। নিজ বাসায় সারাবাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ঢাকা-৫ আসনে বিএনপির ভিত এত মজবুত যে ধানের শীষের পোস্টারে হাত দেওয়ার সাহস কারও নেই।’
ঢাকা-৫ নির্বাচনি আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড, অর্থাৎ যাত্রাবাড়ী এবং ঢাকা মেট্রোপলিটনের ডেমরা ইউনিয়ন, দনিয়া ইউনিয়ন, মাতুয়াইল ইউনিয়ন ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা সাড়ে চার লাখের কিছু বেশি।
২০০৮ সালে অনুষ্ঠিত সর্বশেষ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান মোল্লা ১ লাখ ৫৩ হাজার ১৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন আহমেদ পান ৯৯ হাজার ৮৯৫ ভোট।
ঢাকা শহরের ১৫টি আসনের মধ্যে বেশিরভাগ আসনেই ধানের শীষের পোস্টার না থাকলেও মঙ্গলবার (২৫ ডিস্বের) ঢাকা-৫ আসনের বেশ কয়েকটি ওয়ার্ড ঘুরে দেখা গেছে নৌকার পাশাপাশি ধানের শীষের পোস্টারে সয়লাব হয়ে গেছে। মূল সড়কের পাশে এবং অলিগলিতে মাথার ওপরে হাজার হাজার ধানের শীষের পোস্টারর শোভা পাচ্ছে।
পোস্টার লাগানো বিষয়টি জানতে চাইলে ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবী বলেন, ‘প্রায় পাঁচ লাখ পোস্টার টাঙিয়েছি আমি। এর মধ্যে লাখ দুই পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। বাকি তিন লাখ পোস্টার এখনও আছে। আগামী দুই দিনে আরও পোস্টার লাগানো হবে।’
অবশ্য যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে খান ফার্নিচারের কর্মচারী রিয়াজুল ইসলাম রিয়াজ সারাবাংলাকে বলেন, ‘এলাকায় কোনো সংঘাত নেই। ধানের শীষ-নৌকা— দুই দলই সমানতালে পোস্টার লাগাচ্ছে। কেউ কারও পোস্টার ছিঁড়ছে না, বাধাও দিচ্ছে না। তবে প্রথম দিকে লাগানো পোস্টার বৃষ্টিতে ভিজে নষ্ট হয়েছে। কারও পোস্টার কেউ ছিঁড়ে ফেলেছে, এমন ঘটনা চোখে পড়েনি।’
শুধু পোস্টারে নয়, প্রচারণাতেও সরব ঢাকা-৫ আসনের ধানের শীষের প্রার্থী। মঙ্গলবারও (২৫ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত প্রচারণা চালিয়েছেন তিনি। সকাল ১০টায় ৬৬ নম্বর ওয়ার্ডের ডেমরা রোড বামুইল ব্রিজ এলাকায় গণসংযোগ করেন ধানের শীষের প্রার্থী নবী উল্লাহ নবী।
এদিকে, মো. হাবিবুর রহমান মোল্লার পক্ষেও যাত্রাবড়ী শহীদ ফারুক রোড এলাকায় তার নেতাকর্মী সমর্থকরা গণসংযোগ করেন। এ সময় বিপুলসংখ্যক কর্মী সমর্থক বিশেষ করে নারী কর্মীরা নৌকা প্রতীকে ভোট চান ভোটারদের কাছে।
সারাবাংলা/এজেড/টিআর