|| ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ||
দিনাজপুর : দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের চৌদ্দহাট এলাকায় ২০ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা মাওলানা মোহাম্মদ হানিফের নির্বাচনি প্রচারণায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোন করেন মোহাম্মদ হানিফ। তার দাবি, হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
জামায়াত নেতা মোহাম্মদ হানিফ অভিযোগ করে বলেন, নির্বাচনি প্রচারণা চালানোর সময় হঠাৎ তাদের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায়। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালানো ১০ নেতাকর্মীকে আটক করে রাখে তারা। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এ বিষয়ে উপজেলা রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেছেন বলেও জানান তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের মনোরঞ্জনশীল গোপাল। তার দাবি, এগুলো বিএনপি-জামায়াতের সাজানো ঘটনা। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী ধানের শীষ প্রতীকের কারো ওপর হামলা চালায়নি। এগুলোকে অপপ্রচার বলেও দাবি করেন তিনি।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্মা (ওসি) শাকিলা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি সারাবাংলাকে বলেন, ‘যে কোন ঘটনার জন্য জেলায় মিডিয়া সেল রয়েছে। সেখানেই সব কিছু জানতে পারবেন। নিশ্চিত করেছি এর চেয়ে আর বেশী কিছু বলতে পারবনা।’
সারাবাংলা/এসএমএন