কক্সবাজারে যুব মহিলা লীগে যোগ দিলেন ১৯ রাখাইন নারী
২৬ ডিসেম্বর ২০১৮ ০৭:৪৪
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
কক্সবাজার: কক্সবাজারে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণার সময় ১৯ জন রাখাইন নারী যুব মহিলা লীগে যোগদান করেন। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) বিকালে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইমুম সরওয়ার কমলের পক্ষে উঠান বৈঠকে সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইনের হাত ধরে এই যোগদানের ঘটনা ঘটে।
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে পুরোদমে চলছে নৌকার প্রচারণা। এরই ধারাবাহিকতায় রাখাইন সম্প্রদায়সহ সকলের কাছে নৌকার ভোট চেয়ে নিরলস কাজ করে যাচ্ছেন সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন।
জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সাংসদ অধ্যাপিকা এথিন রাখাইন প্রধান অতিথির বক্তব্যে রাখাইন সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে বলেন, শেখ হাসিনা’র সরকার ক্ষমতায় না আসলে এদেশের মানুষ নিরাপদে ঘুমাতে পারতনা। আওয়ামী লীগের কাছে রাখাইন সম্প্রদায় সব সময় নিরাপদে ছিল এবং থাকবে। মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নৌকার প্রার্থী সাইমুম সরওয়ার কমলকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
এই উঠোন বৈঠকে রাখাইন সম্প্রদায়সহ পুরো কক্সবাজার জেলাবাসিকে ৩০ তারিখ নৌকায় মার্কায় ভোট দেওয়ারও আহ্বান জানান তিনি।
রাখাইন ডেভলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এর পরিচালক কিউ চিং রাখাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের সভানেত্রী আয়েশা সিরাজ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তাহমিনা চৌধুরী লুনা, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার বাপ্পী, জেলা যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হ্লাখিং রাখাইন প্রমুখ।
জেলা যুব মহিলা লীগে যোগ দেওয়া ১৯ রাখাইন নারী হলেন, উক্যচিং, ওয়ানমে, পলমা, ছেনক্রো, উমেচিং, চেনদানু, মাহ্লায়াইন, মেক্রো, নেং নেং উ, উখিংছেন, আনু, শান্তি, মাখিংছেন, ইসাং, নিনি, উসাংমে, হ্লাখিংনু, মিসেফ্রু ও উম্লায়াইন।
তারা সকলেই আওয়ামী লীগকে জয়ী করতে অঙ্গীকারবদ্ধ।
সারাবাংলা/আরএফ