Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটিতে আ. লীগের নির্বাচনি কার্যালয় ভাঙচুর, আগুন


২৬ ডিসেম্বর ২০১৮ ১৩:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাঙামাটি : রাঙামাটির বরকল উপজেলায় আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৬ ডিসেম্বর) ভোররাতে উপজেলার কুরকুটিছড়ি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপি-জামায়াতকে দায়ী করেছে স্থানীয় আওয়ামীলীগ।

বরকল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবীর কুমার চাকমা বলেন, বুধবার মধ্য রাত্রে উপজেলার কুরকুটিছড়ি এলাকার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অফিস বিএনপি-জামায়াত সন্ত্রাসীরা হামলা করে আগুন ধরিয়ে দেয়। তিনি এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং প্রশাসনের প্রতি যথাযথ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

বিজ্ঞাপন

বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফজল আহমেদ খান বলেন, ‘ঘটনার খবর আমরা জেনেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া পারভিন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে স্থানীয় আওয়ামীলীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে গভীর রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

সারাবাংলা/এসএমএন

নির্বাচিন কার্যালয় রাঙামাটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর