Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে সরকারি হেফাজতে দ্বিতীয় শিশুর মৃত্যু


২৬ ডিসেম্বর ২০১৮ ১৫:৪৬

।। আন্তর্জাতিক ডেস্ক ।। 

যুক্তরাষ্ট্রে সরকারি হেফাজতে থাকাকালীন অবস্থায় এক আট বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি গুয়াতেমালা থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসনে প্রত্যাশা নিয়ে তার পরিবারের সঙ্গে মেক্সিকো সংলগ্ন মার্কিন সীমান্তে এসেছিল। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) এ ঘটনা ঘটে। অভিবাসন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।

টেক্সাসের এক কংগ্রেস সদস্য জানিয়েছে, মৃত ছেলে শিশুটির নাম ফেলিপে আলোনজো-গোমেজ। এ নিয়ে এই মাসে মেক্সিকো-মার্কিন সীমান্ত পার করার পর আটক হওয়া দ্বিতীয় অভিবাসী শিশুর মৃত্যুর ঘটনা ঘটলো। এর আগে সরকারি হেফাজতে থাকাকালীন অবস্থায় মৃত্যু হয় গুয়াতেমালা থেকে যাওয়া জ্যাকেলিন কাল নামের অপর এক শিশুর। তার বয়স ছিল সাত বছর।

টেক্সাসের কংগ্রেস সদস্য হোয়াকিন ক্যাস্ত্রো বুধবার মারা যাওয়া শিশুটির মৃত্যুর বিষয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে যে, অভিবাসন প্রত্যাশী ও আশ্রয়প্রার্থীদের প্রতি মানবিক মর্যাদাপূর্ণ আচরণ করা হচ্ছে। পাশাপাশি মার্কিন সরকারের হেফাজতে থাকাকালীন সময়ে চিকিৎসা সেবার প্রয়োজন এমন সকলকে তা সরবরাহ করা হচ্ছে এটাও নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সীমান্তের বৈধ প্রবেশদ্বার থেকে মানুষজনকে ফিরিয়ে দেওয়ার যে রীতি এই প্রশাসনের রয়েছে সেটি পরিবার ও শিশুদের ব্যাপক ঝুঁকির মাঝে ফেলছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রত্যাশা নিয়ে মধ্য আমেরিকা থেকে হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্রের মেক্সিকো সংলগ্ন সীমান্তে এসে অবস্থান নিয়েছে। তাদের দাবি, তারা নিপীড়ন, দরিদ্রতা ও সহিংসতা থেকে পালিয়ে এসেছে। তাদের বেশিরভাগই গুয়াতেমালা, এল সালভাদর ও হন্ডুরাসের নাগরিক।

বিজ্ঞাপন

এদিকে, যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, অবৈধ উপায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের গ্রেফতার করা হবে, বিচারের মুখোমুখি করা হবে ও নিজদেশে ফেরত পাঠানো হবে। কিন্তু তারপরও অভিবাসন প্রত্যাশীদের অনেকেই জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে থাকার লক্ষ্য নিয়ে দেশ ছেড়ে এসেছে।

দ্বিতীয় শিশুর মৃত্যু

মার্কিন কাস্টমস ও বর্ডার সুরক্ষা বিভাগ জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে মারা যায় আলোনজো-গোমেজ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, আট বছর বয়সী আলোনজো-গোমেজ সোমবার (২৪ ডিসেম্বর) থেকেই অসুস্থ ছিল। তাকে ও তার বাবাকে মেক্সিকোর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ও সোমবার বিকেলে ছেড়ে দেওয়া হয়।

তবে ওইদিন সন্ধ্যায় আবার বমি শুরু হলে আলোনজো-গোমেজকে পুনরায় হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু শেষরক্ষা হয়নি, ঘণ্টা খানেকের মধ্যেই মারা যায় সে। ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনও জানা যায়নি।

এর আগে জ্যাকেলিন নামের এক সাত বছর বয়সী শিশু মার্কিন সরকারি হেফাজতে থাকাকালীন অবস্থায় প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়। কয়েকদিনের মধ্যেই তার যকৃতের কার্যক্রম বন্ধ হয়ে মারা যায় সে।

সারাবাংলা/ আরএ

অভিবাসন প্রত্যাশী মার্কিন সীমান্ত শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর