Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজেকে নির্দোষ দাবি করলেন আকায়েদ


১৩ জানুয়ারি ২০১৮ ১৩:২৯

আন্তর্জাতিক ডেস্কে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পাতাল পথে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার হওয়া বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

গত ১১ ডিসেম্বর নিউইয়র্ক শহরের একটি ব্যস্ত পাতাল পথে বোমা বিস্ফোরণের পরে গুরুতর অসুস্থ অবস্থায় আকায়েদকে গ্রেফতার করে দেশটির পুলিশ। পরে তাকে একটি হাসপাতালে জরুরি চিকিৎসা দেওয়া হয়।

গত বুধবার আকায়েদ উল্লাহের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে নিউইয়র্ক শহরের সাউদার্ন ডিসট্রিক্ট এর অ্যাটর্নি অফিস।

ব্যাপক ধ্বংস অস্ত্র ব্যবহারের চেষ্টা, উন্মুক্ত স্থান ও গণপরিবহনে বোমা বিস্ফোরণ ঘটানোসহ বেশ কয়েকটি বিষয়ে অভিযোগ তোলা হয়েছে আকায়েদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার শুনানি সময় আকায়েদকে বিচারক রিচার্ড সুলিভান আত্মপক্ষ সমর্থন করতে বললে তিনি তিনি নিজেকে নির্দোষী দাবি করেন।

তবে এ ব্যাপারে মন্তব্য না করে ভারপ্রাপ্ত মার্কিন অ্যাটর্নি জুন কিম বলেন ‘অবিশ্বাস্য সৌভাগ্যের কারণে, তার বোমা তাকে (আকায়েদ) ছাড়া অন্য কাউকে গুরুতর আঘাত করেনি।’

তবে কর্তৃপক্ষ বলছে, “আকায়েদের বিস্ফোরণটি একটি বিচ্ছিন্ন প্রচেষ্টা। আক্রমণের দিনে উল্লাহ তার ফেসবুক দেয়ালে পোস্ট দিয়েছিল-ট্রাম্প আপনার জাতিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।”

আকায়েদ উল্লাহর মামলার পরের তারিখ ঠিক করা হয়েছে ১৩ এপ্রিল।

সারাবাংলা/এসআরপি/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর