Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ


২৬ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৮ | আপডেট: ১ জানুয়ারি ২০১৯ ১৮:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

খুলনা: বিতর্কিত হাওয়া ভবন সূত্রে মনোনয়ন পেয়ে খুলনা-৩ (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছেন—খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে খুলনা প্রেসকাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

তিনি আরও বলেন, ‘রকিবুল ইসলাম বকুল তার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় আওয়ামী লীগের ঘাড়ে চাপাতে চাইছেন।’

বিএনপি সারাদেশে কালো টাকা ছড়িয়েছে উল্লেখ করে তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আমরা কালো টাকার নির্বাচন করি না। কালো টাকা ছড়িয়েও কাজ না হওয়ায় তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। খুলনা-৩ আসনে আওয়ামী লীগ নির্বাচনি কর্মকাণ্ডে ব্যস্ত—তখন বকুল নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে দিশেহারা হয়ে পড়েছে। প্রতিদিনই কোনো না কোনো কল্পকাহিনী তৈরি করে মিডিয়া কাভারেজ পাওয়ার কৌশল অবলম্বন করছে।’

বিজ্ঞাপন

সিটি মেয়র আরও বলেন, ‘বিএনপি জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই মাঠে নেমেছে। এরই অংশ হিসেবে তারা আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে।’

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘খুলনা-৩ আসনে আওয়ামী লীগের কোনো কোন্দল নেই। কিন্তু বিএনপি প্রার্থীর দলের মধ্যে বহুমুখী কোন্দল রয়েছে। তাদের নিজ দলীয় কোন্দল ও পূর্ব শত্রুতার কারণে অনেক স্থানে গণ্ডগোল পাকিয়ে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে নিজেরা নালিশ পার্টিতে পরিণত হয়েছে। বিএনপির প্রার্থী বকুল যখন এলাকায় গণসংযোগ করেন, তখন তার সঙ্গে বিএনপির কোনো নেতা-কর্মী দেখা যায় না। যাদেরকে দেখা যায় তারা জামায়াত-শিবিরের এবং মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। বিএনপির এই প্রার্থীকে জনগণ চেনেন না। সে হাওয়া ভবনের তারেক জিয়ার দুষ্কর্মের একজন সহচর।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আওয়ামী লীগ তথা শেখ হাসিনার অধীনে উৎসবমুখর পরিবেশে আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন সম্পন্ন হবে।’

সম্মেলনে লিখিত বক্তৃতা পাঠ করেন খুলনা-৩ আসনে মহাজোটের প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ানের প্রধান নির্বাচনি এজেন্ট মো. আশরাফুল ইসলাম।

সারাবাংলা/এমআই

খুলনা বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর