Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পোস্টার ছেঁড়ার অভিযোগে ১৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ


২৬ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসের পোস্টার ছেঁড়ার অভিযোগে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী নার্গিস আক্তারসহ ১৬ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৬ ডিসেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ আদেশ দেন। একই সঙ্গে বিচারক রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে প্রত্যক আসামিদের কারাগারে পাঠিয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে যেকোন একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

অভিযুক্ত আসামিরা হলেন- মাসুম হাওলাদার, ইসমাঈল হোসেন বাদল, কাজী জয়নাল আবেদীন, সালাউদ্দিন সিকদার, মিজান, ইদ্রিস আলী, রফিকুল ইসলাম, ওমর আব্দুল্লাহ শাহীন, হায়দার আলী, তৌফিকুর রহমান খান, নাহিদুজ্জামান, আ. রজিম রনি, আলাউদ্দিন বাবু, জাকির হোসেন ও ফারুক।

বিজ্ঞাপন

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন আসামিদের আদালতে হাজির করেন। এসময় ঘটনায় জড়িত পলাতক আসামিদের সম্পর্কে তথ্য ও পলাতক আসামিদের গ্রেফতারে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

অপরদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিন চান।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, চলতি মাসের ২৪ তারিখ সন্ধ্যার দিকে মামলার বাদী বাবু হাওলাদারের দোকানের সামনে দিয়ে মিছিলসহ যাওয়ার সময় বাদীর দোকানের পাশে নৌকা মার্কার পোস্টার লাগানো দেখে তাকে পোস্টার ছিঁড়ে ফেলতে বলে। আসামিদের মধ্যে কয়েকজন শেখ ফজলে নূর তাপসের পোস্টার ছেঁড়া শুরু করে। বাদী পোস্টার ছিঁড়তে নিষেধ করলে তাকে মারধর করা হয়।

সারাবাংলা/এআই/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর