বৃহস্পতিবার নির্বাচনের মাঠে নামছে নৌ পুলিশের দেড় হাজার সদস্য
২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:১৫
।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মাঠে নামছে নৌ পুলিশের দেড় হাজার সদস্য। দেশের মোট ১৩টি জেলায় থানা পুলিশের সাথে সমন্বয় করে কাজ করবেন নৌ পুলিশের সদস্যরা।
বুধবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর পাইকপাড়ায় নৌ পুলিশের স্টাফ কলেজে ডিআইজি শেখ মারুফ হাসান সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নৌ পুলিশ সদস্যরা কীভাবে দায়িত্ব পালন করবেন তাদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করেই তারা কাজ করবেন। আলাদাভাবে নৌ পুলিশের কোনো পরিকল্পনা নেই।
ভোটগ্রহণের দিন দায়িত্ব পালনের সময় প্রিসাইডিং অফিসারের নির্দেশনা মেনে চলবেন তারা। নির্বাচনের আগে এবং পরে সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন থানা পুলিশকে সহায়তা করাই নৌ পুলিশের মূল উদ্দেশ্য, বলেন শেখ মারুফ হাসান।
সারাবাংলা/ইউজে/এটি