Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে ঐক্যফ্রন্ট: ১৪ দল


২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:১৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ১৪ দলের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকালে নির্বাচন ভবনে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের প্রধান হিসেবে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ইসি সচিবের কাছে দেওয়া অভিযোগপত্রে বলা হয়, ঐক্যফ্রন্ট নির্বাচনকে প্রশ্নব্দ্ধি করার ষড়যন্ত্র করছে। এছাড়া বিএনপি ও ঐক্যফ্রন্টের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও সচিবের কাছে আবেদন জানায় প্রতিনিধি দল।

পরে দিলীপ বড়ুয়া সাংবাদিকদের বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হয় সেজন্য বিএনপি ও ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচন কমিশন সেনাবাহিনী মোতায়েন করেছে। এখন সেই সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন তারা। আসলে বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা বার বার সব বিষয়ে অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। এর মাধ্যমে নির্বাচন পরিবর্তি সময়েও সংকট সৃষ্টির উদ্দেশ্য রয়েছে তাদের।’

এসব বিষয়ে ইসির সতর্কতা অবলম্বন করা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ইসিকে বলেছি, কেউ যাতে দেশপ্রেমিক সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে বিবৃতি বা উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য না দিতে পারে সেজন্য কমিশন তার অংশীজন রাজনৈতিক দলগুলোকে নির্দেশনা দিতে পারে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি একশ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি ৩০ ডিসেম্বর নির্বাচন হবে এবং এই নির্বাচন শান্তিপূর্ণ হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমও

১৪ দলীয় জোট আওয়াম লীগ একাদশ জাতীয় সংসদ নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর