Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধানের শীষে ভোট দিলে খালেদা মুক্তি পাবে, তারেক রহমান দেশে আসবে’


২৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৩০

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

বগুড়া: এবারের নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়া কারাগার থেকে মুক্ত হতে পারবেন। পাশাপাশি তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে আসার সুযোগ পাবেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বগুড়া সদরের বাঘোপাড়ায় শহীদ দানেশ উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বুধবার (২৬ ডিসেম্বর) মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘এবারের ভোট গণতন্ত্রের মুক্তি, দেশের স্বাধীনতা রক্ষা ও ইনসাফ প্রতিষ্ঠার। এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বিএনপি গণতন্ত্র রক্ষার জন্য লড়াই করছে। এবারের ভোট নির্ধারণ করবে দেশে একদলীয় শাসন থাকবে নাকি পরিবর্তন ঘটবে?’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি এখানে ভোট করতে আসেনি। আমি এসেছি আপনাদের নেত্রী খালেদা জিয়ার প্রতিনিধি হিসেবে। প্রার্থী হচ্ছেন বেগম খালেদা জিয়া। আপনারা ধানের শীষে ভোট দিলে বেগম খালেদা জিয়া মুক্তি পাবেন। তারেক রহমান দেশে ফিরে আসার সুযোগ পাবেন। আগামী ৩০ ডিসেম্বর নির্ধারিত হবে এদেশের মানুষ আবারও গোলামিতে ফিরবে কি না?’

জনভায় মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘সরকার নির্বাচন বানচালে সবধরনের চেষ্টা এবং মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত ও নেতাকর্মীদের গ্রেফতার-নির্যাতন করছে। এই সরকার আপনাদের প্রিয় নেত্রী খালেদা জিয়াকে জেলে রেখে মারতে চায়।’

তিনি বলেন, ‘সারাদেশের মানুষের একটি আকাঙ্ক্ষা তারা আওয়ামী লীগকে সরাতে চায়, পরিবর্তন চায়। এ জন্য সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে। অত্যাচার নির্যাতন যতই হোক আমরা নির্বাচনে শেষ দিন পর্যন্ত লড়ে যাব।’

বিজ্ঞাপন

বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মাখতুন আহম্মেদ খান রুবেল। এছাড়া জনসভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির উপদেষ্টা রেজাউল করিম বাদশা, সহ-সভাপতি আলী আজগর হেনা, অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমানসহ জেলা জামায়াত, যুবদল ও ছাত্রদল নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএইচ/একে

জনসভা জাতীয় নির্বাচন-২০১৮ প্রচারণা

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর