Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিকশা সরাতে বলায় হাতাহাতি, চালকের পিটুনিতে ফল বিক্রেতার মৃত্যু


২৬ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৮

সংগৃহীত ও প্রতীকী ছবি

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর মিরপুরে রিকশা চালকের পিটুনিতে মঞ্জু (৪০) নামে এক ফল বিক্রেতা মারা গেছেন। আশঙ্কাজনক অবস্থায় বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে দুপুর সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর সেকশনে এই ঘটনা ঘটে। মঞ্জুর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কচুয়া গ্রামে। তার বাবার নাম কালা মিয়া। মঞ্জু তার পরিবার নিয়ে মিরপুর-১০ নম্বর ফকির বাড়ি মসজিদের পাশে একটি বাড়িতে ভাড়া থাকতেন।

তার ভাগিনা আকমল হোসেন জানান, মঞ্জু তার বাড়ির পাশেই ফল বিক্রি করতেন। বিকেলে তার ফলের দোকানের সামনে সাইফুল (৩০) তার রিকশা দাঁড় করিয়ে রাখে। মঞ্জু রিকশা সরিয়ে নিতে বললে সাইফুলের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় মঞ্জু সড়ক বিভাজকের ওপর পড়ে গুরুতর জখম হন। প্রথমে তাকে উদ্ধার করে স্থানীয় আজমল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এটি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর