সেনা অফিসার পরিচয়দানকারী প্রতারকচক্রের বিষয়ে সতর্কবার্তা
২৬ ডিসেম্বর ২০১৮ ২০:৩১
।। সিনিয়র করেসপন্ডেন্ট।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সেনা অফিসার পরিচয়ে একদল প্রতারকচক্র প্রার্থীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছে। তাদের বিষয়ে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল-করিম শাম্মী স্বাক্ষরিত সতর্কবার্তায় বুধবার (২৬ নভেম্বর) এ আহ্বান জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, বিভিন্ন নির্বাচনি এলাকায় গত ২৪ ডিসেম্বর থেকে সেনাবাহিনী মোতায়েন রয়েছে। সেনাবাহিনীর সুনাম ও গ্রহণযোগ্যতাকে পুঁজি করে কতিপয় অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি নিজেদের সেনা অফিসার পরিচয় দিচ্ছে। তারা সেনাবাহিনীর লে. কর্নেল/তর্দুদ্ধ পদবির অফিসার পরিচয় দিয়ে প্রার্থীদেরকে ফোন করে আর্থিক সুবিধা চাইছে।
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, সম্প্রতি এ ধরনের কিছু অসাধু ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতারও করেছে।
ভবিষ্যতেও এ সব অসাধু ও স্বার্থান্বেষী ব্যক্তি অনৈতিক কার্যকলাপ চালিয়ে যেতে পারে শঙ্কা প্রকাশ করেছে আইএসপিআর।
এ বিষয়ে জনসাধারণকে সতর্কতা অবলম্বন ও তাৎক্ষণিকভাবে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করার জন্য আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়েছে।
সারাবাংলা/একে