Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে নবজাতকের মরদেহ উদ্ধার


২৬ ডিসেম্বর ২০১৮ ১৮:৩৮ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮ ২১:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। জাবি করেসপন্ডেন্ট।।

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ক্যাম্পাস থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠের কর্নারে পাবলিক টয়লেটের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ইউসুফ ভুঁইয়া বলেন, ‘আমি সকালে টয়লেটে গিয়ে একটা বাচ্চার রক্তমাখা মৃতদেহ দেখতে পাই। তবে কে বা কারা ফেলেছে আমি জানিনা।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আবু সৈয়দ বলেন, ‘সকালে আমরা একটা মৃত বাচ্চা পাওয়া গেছে এমন খবর শুনে ঘটনাস্থলে যাই। পরে পুলিশে খবর দিলে তারা এসে নিয়ে গেছে।

বিজ্ঞাপন

আশুলিয়া থানার উপ পরিদর্শক (এসআই) ফুল মিয়া বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

সারাবাংলা/এমএইচ

জাবিতে নবজাতক উদ্ধার মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর