দেশে ফিরলেন এরশাদ
২৬ ডিসেম্বর ২০১৮ ২২:০০
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ নিয়মিত মেডিকেল চেকআপ শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন।
বুধবার (২৬ ডিসেম্বর) রাত ৯ টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে তিনি হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। হুসেইন মুহম্মদ এরশাদের সফরসঙ্গী ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবং ব্যক্তিগত সহকারী মঞ্জুরুল ইসলাম।
বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান- জাপা চেয়ারম্যানের বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সভাপতি এস.এম. ফয়সল চিশতী, ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, চেয়ারম্যানের যুব বিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁঞা, ভাইস চেয়ারম্যান এম.এ. তালহা, বাহাউদ্দিন আহমেদ বাবুলসহ অন্যান্যরা।
এরআগে ১২ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ। সেদিন জাতীয় পার্টির প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন ক্ষমতা নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গাঁর হাতে দিয়ে যান তিনি।
সারাবাংলা/এএইচএইচ/এমএইচ