।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।
হবিগঞ্জ: হবিগঞ্জ ১ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গাড়ি বহরে অভিযান চালিয়ে পুলিশ ৩২ জনকে আটক করেছে বলে অভিযোগ করেছে বিএনপি নেতা কর্মীরা। তবে পুলিশের দাবি, নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার (২৬ ডিসেম্বর) রাতে নবীগঞ্জ উপজেলার কাজির বাজারে নির্বাচনি প্রচারণার সময় পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এর আগে একইদিন বিকেলে তার বাড়ি উপজেলার জালালসপ গ্রামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারের খোঁজে অভিযান চালায় পুলিশ।
এ ব্যাপারে রেজা কিবরিয়ার ব্যক্তিগত সহকারী শাহাব উদ্দিন শুভ জানান, ‘আমাদের পথসভা থেকে অন্তত ৫০ নেতা কর্মীকে বিনা কারণে আটক করে নিয়ে গেছে। এর আগে বিকেলে আমাদের বাড়ি-ঘরে হামলার চেষ্টা করেছে পুলিশ তবে গ্রামবাসীর কারণে পারেনি।’
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল আহমেদ জানান, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৩২ জনকে আটক করা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।’
সারাবাংলা/জেএইচ/জেএএম