Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিপূর্ণ নির্বাচনের প্রচার চালাচ্ছে যুক্তরাষ্ট্র দূতাবাস


২৭ ডিসেম্বর ২০১৮ ০৫:০৬ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ১২:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা পরিহার করতে অনলাইনে প্রচার চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের যুক্তরাষ্ট্র দূতবাসের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এ বিষয়ে একাধিক পোস্ট দেওয়া হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে দূতাবাসের ফেসবুক পেজ থেকে ‘মার্কিন দূতাবাস শান্তিপূর্ণ নির্বাচন সমর্থন করে’ শিরোনামে ‘শান্তির বীজ বপন করুন। যেমন কর্ম তেমন ফল’ লেখা পোস্টার প্রকাশ করা হয়েছে।

এ দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূত আর্ল মিলারের একটি বক্তব্য পোস্ট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি অনুষ্ঠানে শান্তিপূর্ণ নির্বাচনের প্রসঙ্গে তিনি যে কথাগুলো বলেছিলেন সেই বক্তব্যই তুলে ধরা হয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘আমরা আশা করি, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএএম

নির্বচানি প্রচারণা চালাচ্ছে যুক্তরাষ্ট্র