ধানের শীষে ভোট দিলে আপনারা মুক্ত হবেন: ড. কামাল
২৭ ডিসেম্বর ২০১৮ ১৬:৫৪
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘ধানের শীষে ভোট দিলে আপনারা মুক্ত হবেন। কারণ, এটা কোনো দলের সিম্বল না— ঐক্যের সিম্বল। এটার পক্ষে ভোট দিলে ঐক্যবদ্ধ জনগণ ভোট পাবে। ঐক্যবদ্ধ জনগণের পক্ষে ভোট দিন, ধানের শীষে ভোট দিন— এটা সোজা কথা।’
নির্বাচনি প্রচারণার শেষ দিন বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর প্রীতম-জামান টাওয়ারে জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. কামাল হোসেন বলেন, ‘ইনশাল্লাহ আপনারা বিজয়ী হবেন। বিজয়ের সেই ভাব সারাদেশে দেখতে পাচ্ছেন। ঢাকায় তো কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে থেকে সবাই বলছে, ধানের শীষ হয়েই গেছে, দুই দিন অপেক্ষা না, ধানের হয়েই গেছে— যারা আমাদের পক্ষে আছে, তারা এই খবর দিচ্ছে।’
‘তারা নৌকার লোক হিসেবে এই খবর দিচ্ছে না। জেনে বুঝেই এই খবর দিচ্ছে। তারা বলছে, অসাধারণ সাড়া পাচ্ছি। তাদেরকে আমরা বলেছি, লেগে থাকেন, আর দুইদিন লেগে থাকেন। অনেকেই আছে যে, ভয়ে ভীত। কোনো ভয়-ভিতি নেই। আমরা স্বৈরাচারকে সারাজীবন ফাইট করেছি। জয়ী আমরা হয়েছি, স্বৈরাচার হয়নি। বাংলার মানুষ অস্ত্রের কাছে, অর্থের কাছে কোনো দিন পরাজিত হয়নি, মাথা নত করেনি— এই বিশ্বাস রেখে শেষ দিন পর্যন্ত মাঠে থাকুন’— বলেন ড. কামাল হোসেন।
তিনি বলেন, ‘আপনারা শক্তভাবে ঐক্যবদ্ধ হয়ে, জনগণকে ঐক্যবদ্ধ রেখে লাইনে দাঁড়িয়ে সকালে সকালে ভোট দিয়ে গণনার পর স্বাক্ষর করে নিয়ে আসবেন। এবার ইনশাল্লাহ ৩০ ডিসেম্বর হবে আরেক বিজয় দিবস। ১৬ ডিসেম্বরের পর ৩০ ডিসেম্বর আরেক বিজয় দিবস।’
সরকারের উন্নয়ন প্রসঙ্গে ড. কামাল হোসেন বলেন, ‘মুখে ফেনা তুলে ফেলা হচ্ছে, উন্নয়ন উন্নয়ন উন্নয়! এটা হলো আইয়ুব খানের প্রত্যাখাত বক্তব্য। এটা আমরা একাত্তরে প্রত্যাখান করেছিলাম, বঙ্গবন্ধু প্রত্যাখান করেছিলেন। প্রবৃদ্ধির হার নিয়ে যদি আমরা পাগল হয়ে যেতাম, তাহলে বঙ্গবন্ধু আমাদের আহ্বানও করতেন না, আমরা স্বাধীনও হতাম না।’
তিনি বলেন, ‘আজ ঐক্যফ্রন্টের ভরসা দেশের জনগণ। তারা কখনো ভুল করেনি— এটা বলার অপেক্ষা রাখে না। যখনই আমরা ভোট ঠিক মতো দিতে পেরেছি, তখনই পরিবর্বন এসেছে, পরিবর্তন আমরা আনতে পেরেছি। মানুষ পরিবর্তন চায়, শান্তির মাধ্যমে চায়। অন্য দেশে আছে বিপ্লব। আমাদের দেশে আছে ভোটের বিপ্লব। আমরা একবার করে দেখিয়েছি।’
‘আমি বিশ্বাস করি যে, ৩০ তারিখে আপনারা সবাই বিপ্লব করবেন—ভোটের বিপ্লব। ১৬ ডিসেম্বর আমরা যেমন বিজয় অর্জন করেছি। ৩০ ডিসেম্বরও আমরা বিজয় অর্জন করব। ভোটের বিজয়, জনগণের বিজয়’— বলেন ড. কামাল হোসেন।
‘জনগণ ভয় না পেলেও বিএনপির নেতাকর্মীরা ভয় পাচ্ছেন কেন্দ্রে যেতে। শেষ পর্যন্ত ধানের শীষের এজেন্ট দিতে পারবেন কী না’— এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘ভয়ের কিছু নেই। ১৬ কোটি মানুষকে ধরাও সম্ভব না, মারাও সম্ভব না। কয়জনকে ধরতে পারবে, কয়েক শ’ কয়েক হাজার জনকে ধরতে পারবে। লাখও না, কোটিও না।’
বঙ্গবীল কাদের সিদ্দিকী বীর উত্তম বলেন, ‘ যারা ৬৯ দেখেছেন, ৭১ দেখেছেন, তারা এবারের ঐক্য দেখলে বিস্মিত হতেন। কর্মীরা খবু একটা ভয় পেয়েছে— এটাও সত্য কথা না। খুব নাজেহাল করা হচ্ছে। কিন্তু এতে মানুষ আরো বিক্ষুব্ধ হচ্ছে। এই ১৬ দিনে যা করেছে, তা শুধু বর্তমান সরকার নিজের জন্য ক্ষতি করেছে। নির্বাচন কমিশন যেভাবে সবার গলা টিপে ধরার চেষ্টা করেছে, এটা তাদের জন্য খুব খারাপ হবে ভাবিকালে।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ইতোমধ্যে সরকারের নৈতিক পরাজয় হয়েছে। কারণ, তাকে এখন রাষ্ট্রযন্ত্রের সহায়তা নিতে হচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, সমগ্র দেশের মানুষ এখন পরিবর্তন চায়। জনগণ ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যবদ্ধ। ৩০ ডিসেম্বর সবাই ড. কামাল হোসেনের নেতৃত্বে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্রকে রক্ষা করবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানসহ অন্যরা।
সারাবাংলা/এজেড/একে