Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন উপলক্ষে বগুড়ায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা


২৭ ডিসেম্বর ২০১৮ ১৭:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

বগুড়া: বগুড়ায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী ও বিজিবি র‌্যাব ছাড়াও নির্বাচনের দিন মোতায়েন থাকবে প্রায় ২ হাজার পুলিশ সদস্য। জেলার ৯২৬টি কেন্দ্র ও কেন্দ্র সংলগ্ন এলাকাগুলোতে এই বিপুল সংখ্যক পুলিশ সদস্য দায়িত্বপালন করবে।

এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসাবে মোতায়েন থাকছে সাড়ে ৬ শতাধিক সেনা সদস্য। আর বিজিবি সদস্য মোতায়েন থাকছে ৩২০ জন। জেলা রির্টানিং অফিসার কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পাশাপাশি থাকছে র‌্যাবের মোবাইল টিম।

সংশ্লিষ্ট সূত্র জানায় বগুড়ার ৭টি নির্বাচনি আসনের মধ্যে অর্ধেকেরও বেশি আসন গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এখানে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে বগুড়া-৪ (শেরপুর-ধুনট) আসনে। এখানকার মোট ১৭৯টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে ১২৩টি।

বিজ্ঞাপন

এছাড়া বগুড়া-১ আসনে ৯২টি, বগুড়া-২ আসনে ৭০টি, বগুড়া-৩ আসনে ৭৭টি এবং বগুড়া-৭ আসনে ৮৩টি গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে। জেলার মোট ৯২৬টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৫৬০টি এবং বাকি ৩৬৬ সাধারণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, প্রতি ৩টি ইউনিয়নের জন্য একটি ছাড়াও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর জন্য ৩০টিরও বেশি বিশেষ টিম মোতায়েন থাকবে। সব মিলিয়ে পুলিশের প্রায় ৮০টি মোবাইল টিম দায়িত্ব পালন করবে। পুলিশের প্রতিটি মোবইল টিমের দায়িত্বে থাকবেন একজন করে পরিদর্শক পর্যায়ের কর্মকর্তা। এছাড়া কেন্দ্রগুলোতে সশস্ত্র পুলিশের সঙ্গে ১২ জন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

অপরদিকে, র‌্যাব সূত্র জানায় ৭টি নির্বাচনি এলাকায় তাদের ১০টি মোবাইল টিম থাকবে। এছাড়া থাকছে চেকপোস্ট। জেলা রির্টানিং অফিস জানায়, স্ট্রাইকিং ফোর্স নিয়ম অনুযায়ী তাদের দায়িত্বে থাকছেন।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর