গয়েশ্বর চন্দ্রের ওপর হামলা, তিনজন কারাগারে
২৭ ডিসেম্বর ২০১৮ ১৮:১৮
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: নির্বাচনি গণসংযোগের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলা চালানো অভিযোগে তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান এই আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন। আদালত তিন কার্যদিবসের মধ্যে গয়েশ্বর চন্দ্র রায়ের মেডিকেল সার্টিফিকেট (এমসি) চান, এমসি পেলে জামিন শুনানি নেওয়া হবে বলে জানান মনিরুজ্জামান।
আসামিরা হলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সবুজ, শুভঢ্যা ইউনিয়ন যুবলীগ সদস্য মো. মামুন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শরিফ মো. ফালান।
সুষ্ঠু তদন্তের স্বার্থে এদিন মামলাটির তদন্ত কর্মকর্তা আসামিদের কারাগারে আটক রাখতে আবেদন জানান। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী মোক্তার হোসেন ভূঁইয়া জামিন শুনানিতে বলেন, এই মামলায় আসামিদের বিরুদ্ধে সুনিদিষ্ট কোনো অভিযোগ নেই। যাদের আসামি হিসেবে জড়ানো হয়েছে, তারা কেউ কোনো দল করে না। তারা সবাই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। ব্যবসা প্রতিষ্ঠান থেকে এই তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামিদের কাছ থেকে কোনো আলামত উদ্ধার করা হয়নি। ঘটনাটি ঘটে ২৫ ডিসেম্বর, কিন্তু তাদের গ্রেফতার দেখানো হয়েছে ২৭ তারিখ। তাই আসামিদের মুচলেকা নিয়ে জামিন দেওয়ার প্রার্থনা করছি।
এদিন (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসামিদের গ্রেফতারের তথ্য জানায় পুলিশ। সাংবাদিকদের কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান জানান, গয়েশ্বর চন্দ্র রায়ের ওপর হামলার ঘটনায় হৃদয় নামে এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত শেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার (২৬ ডিসেম্বর) রাতে তিনজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: হামলায় রক্তাক্ত গয়েশ্বর
সারাবাংলা/এআই/এটি