খুলনার ছয় আসনে দেশি পর্যবেক্ষক ৮০৯
২৭ ডিসেম্বর ২০১৮ ১৮:১৮
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
খুলনা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনে ৭৭৭টি কেন্দ্রে কোনো বিদেশি পর্যবেক্ষক আসার অনুমতি পায়নি। তবে বিভিন্ন এনজিও থেকে ৮০৯ জন দেশি পর্যবেক্ষক অনুমতি পেয়েছে।
এসব এনজিও’র অধিকাংশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন স্বেচ্ছাসেবী সংগঠন। পর্যবেক্ষকদের রিটার্নিং অফিসার ও প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা অনুসরণ করতে হবে। তারা নির্বাচনের দিনে কোন রকমে ভোটারদের প্রভাবিত করতে পারবেন না।
নির্বাচন কমিশনের জনসংযোগ বিভাগের সূত্র জানান, খুলনা জেলার ছয়টি কেন্দ্রে পর্যবেক্ষক হিসেবে অনুমতি প্রাপ্ত সংগঠনগুলো হচ্ছে-আইন সহায়তা কেন্দ্র, বিবি আসিয়া ফাউন্ডেশন, নবলোক, অনিক মানবিক সংস্থা, বাংলাদেশ আলোকিত, প্রতিবন্দ্বী পুনর্বাসন সোসাইটি, রূপান্তর, ডেপ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, খুলনা মুক্তি সেবা সংস্থা, এসিডি, মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ইয়ুথ ফর হিউম্যান রাইটস্ ইন্টারন্যাশনাল, মানবাধিকার ও সমাজ উন্নয়ন সংস্থা এবং উত্তরণ।
খুলনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইশরাত জাহান জানান, পর্যবেক্ষকদের পরিচয়পত্র দেওয়া শুরু হয়েছে। তারা দায়িত্ব পালনের সময় গাড়িতে স্টিকার ব্যবহার করবেন। কোনোভাবে ভোটারদের প্রভাবিত করতে পারবেন না।
সারাবাংলা/একে