Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে নৌকার প্রার্থী নওফেলের নির্বাচনি ক্যাম্পে আগুন


২৭ ডিসেম্বর ২০১৮ ১৯:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় আওয়ামী লীগের প্রার্থী মহিবুল হাসান চৌধুরীর নির্বাচনি ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেই সময় ক্যাম্পে কেউ ছিল না। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সারাবাংলাকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, ক্যাম্পে কেউ ছিল না। লোডশেডিং হলে অন্ধকারে কে বা কারা ক্যাম্পের ভেতরে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে তিনটি প্লাস্টিকের চেয়ার পুড়ে গেছে। স্থানীয়রা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে কারা আগুন দিয়েছে বা কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। আমরা তদন্ত করছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর