।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
চুয়াডাঙ্গা: গোলাপ ফুল মার্কায় ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের জাকের পার্টির প্রার্থী দলের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আব্দুল লতিফ যুবরাজ।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর কাঁঠালতলায় গণসংযোগ চলাকালে তিনি একথা বলেন। এদিন তিনি জীবননগর, হাসাদহ, আন্দুলবাড়ীয়া ও দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
তিনি বলেন, ‘চুয়াডাঙ্গাবাসী ঐক্যবদ্ধ। তারা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। আমরা অন্যায় করবো না কাউকে অন্যায় করতে দেব না। চুয়াডাঙ্গা-২ আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হলে বিপুল ভোটে আমরা বিজয়ী হবো।’
এসময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় শ্রমিক ফ্রন্টের যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, কুষ্টিয়া সাংগঠনিক বিভাগের সহ-সভাপতি শফি উদ্দিন, যুবফ্রন্টের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি রুস্তম আলী মল্লিক, জাকের পার্টির দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি জসিম উদ্দিন ও জীবননগর উপজেলা শাখার সভাপতি ওবায়দুর রহমানসহ অন্যরা।
সারাবাংলা/এমও