Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্লাইং ও এভিয়েশন ইনস্ট্রাকটরস ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ


২৭ ডিসেম্বর ২০১৮ ২০:৪০ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ২০:৪৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫তম ফ্লাইং ইনস্ট্রাকটরস কোর্স এবং তৃতীয় এভিয়েশন ইনস্ট্রাকটরস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বগুড়ার এরুলিয়া এয়ারফিল্ডে বিএএফ ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।

এ এইচ এম ফজলুল হক বলেন, আজ থেকে প্রশিক্ষণার্থী কর্মকর্তারা প্রশিক্ষক বৈমানিকের মতো একটি সম্মানিত দলের অন্তর্ভুক্ত হলো- যা মাতৃভূমির আকাশ প্রতিরক্ষায় ভবিষ্যত প্রজন্মকে দক্ষতার সাথে গড়ে তুলতে সহায়তা করবে।

বাংলাদেশ বিমান বাহিনীর ৫৫তম ফ্লাইং ইনস্ট্রাকটরস কোর্সে ৭ জন এবং তৃতীয় এভিয়েশন ইনস্ট্রাকটরস পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে ১০ জন কর্মকর্তা সনদ অর্জন করেন। ফ্লাইং ইনস্ট্রাকটরস কোর্সে স্কোয়াড্রন লিডার মির্জা মোহাম্মদ আশফাক সার্বিকভাবে চৌকস প্রশিক্ষণার্থী কর্মকর্তা হিসেবে বিবেচিত হন। স্বীকৃতি হিসেবে তার হাতে ‘মফিজ ট্রফি’ তুলে দেওয়া হয়।

ফ্লাইং ইনস্ট্রাকটরস স্কুলের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মাহফুজ উদ্দিন বিভিন্ন কোর্স সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী তুলে ধরেন।

সারাবাংলা/জেএ/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর