Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রচারণার শেষ দিনে নিজ আসনে ভোট চাইলেন শেখ হাসিনা


২৭ ডিসেম্বর ২০১৮ ২২:০১ | আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৮ ২২:০৯

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নিজের নির্বাচনি এলাকার জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আপনারা আপনাদের প্রার্থী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়েন। আমার নির্বাচন নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় না। সে দায়িত্বটা আপনারাই নিয়েছেন। আমি ২৯৯টা আসন দেখি আর ‘একটা’ আপনারা দেখেন।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ধানমন্ডির সুধাসদন থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোবাইল ফোনে সংযুক্ত হন তিনি। এর আগে ভিডিও কনফারেন্সে ৫টি জেলায় নির্বাচনি জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

প্রথমে তিনি কুমিল্লা জেলা আওয়ামী লীগের জনসভায় অংশ নেন তিনি। এরপর একে একে টাঙ্গাইল, কুমিল্লা, যশোর, পাবনা ও পঞ্চগড়ে নির্বাচনি জনসভায় সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন এবং নৌকা মার্কাকে বিজয়ী করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

এদিকে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নিজ নির্বাচনি এলাকায় এক সভা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী তাদের প্রার্থী শেখ হাসিনার কথা শুনবেন বলে অপেক্ষায় ছিলেন। আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ অনুষ্ঠানটি সমন্বয় করেন।

আরও পড়ুন- অত্যন্ত শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে: প্রধানমন্ত্রী

নিজের মোবাইল ফোন থেকে টুঙ্গিপাড়ায় কল করেন শেখ হাসিনা। অপর প্রান্তে যিনি ফোন রিসিভ করেন তাকে বলেন, লাউড স্পিকার অন করে মাইকে ধরতে।

এরপর শেখ হাসিনা হাসতে হাসতে বলেন, ‘কি নৌকা আছে? নৌকা মার্কা কি আছে? টুঙ্গিপাড়াবাসীকে সালাম ও আদাব জানিয়ে বলেন, আমি সারা বাংলাদেশে ভিডিও কনফারেন্স করেছি। কিন্তু আমার টুঙ্গিপাড়া ব্যবস্থা করে দেয় নাই। এটা খুব খারাপ কথা, আগামীতে করব, আপনারা সবাই ভালো থাকেন।’

বিজ্ঞাপন

টুঙ্গিপাড়ায় আবার জনসভা করার ইচ্ছা পোষণ করে শেখ হাসিনা বলেন, আপনারা জানেন যে, টুঙ্গিপাড়া হচ্ছে যেখানে জাতির পিতার জন্ম। যেখানে তিনি ঘুমিয়ে আছেন। জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। তিনি বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন কিন্তু তিনি তা করে যেতে পারেননি। আমি বাবা-মা ভাই সব হারিয়েছি। আজকে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়াবাসী তারাই আমাকে স্নেহ দিয়ে, আমাকে সমর্থন দিয়ে শক্তি জোগাচ্ছেন, সাহস জোগাচ্ছেন। আমি কৃতজ্ঞ আপনাদের কাছে।

‘আমার নির্বাচন নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় না। সে দায়িত্বটা আপনারাই নিয়েছেন। আমি ২৯৯টা আসন দেখি আর ‘একটা’ আপনারা দেখেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

আমি বাবা-মা-ভাই হারিয়েও টুঙ্গিপাড়া-কোটালীপাড়ায় পেয়েছি লাখো ভাইবোনের স্নেহ ভালোবাসা। আমি মাতৃস্নেহ পেয়েছি। আপনারা দোয়া করবেন, যেন এবার নৌকা সারা বাংলাদেশে জয়লাভ করে। আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলব এবং বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমরা পূরণ করব। আর খুব শিগগিরি এসে আবার জনসভা করে যাব।

এরপর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শেখ হাসিনা আরও বলেন, ‘আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েন। আপনাদের প্রার্থী কে? শেখ হাসিনা। তাকে একটা নৌকা মার্কায় ভোট দিয়েন।

টুঙ্গিপাড়ায় ‘শেখ হাসিনার সালাম নিন, নৌকা মার্কায় ভোট দিন’ স্লোগান দিতে শুরু করে নেতাকর্মীরা। এরপর শেখ হাসিনা ‘জয় বাংলা’ স্লোগান দেন। আবার দেখা হবে জানিয়ে বিদায় নেন এলাকাবাসীর কাছ থেকে।

সারাবাংলা/এনআর/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর