Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চূড়ান্তভাবে ধানের শীষে ২৮২, নৌকায় ২৭২, লাঙ্গলে ১৭৫ প্রার্থী


২৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৩৮

।। গোলাম সামদানী, স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আগামীকাল অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে ১ হাজার ৮৬১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩৯টি নিবন্ধতিত রাজনৈতিক দল থেকে ১ হাজার ৭৩৩ জন এবং বাকি ১২৮ জন প্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।

নিবন্ধিত দলের মধ্যে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ২৯৮ জন প্রার্থী হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়াও বিএনপির ধানের শীষ প্রতীকে ২৮২ জন, আওয়ামী লীগের নৌকা প্রতীকে ২৭২ জন এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ১৭৫ জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) সর্বশেষ হালনাগাদ তথ্যে এই চিত্র উঠে এসেছে। ইসির যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি সূত্র জানায়, এবার ইসির ৩৯টি নিবন্ধিত রাজনৈতিক দলের সব কয়টি দল আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। এর মধ্যে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে আওয়ামলীগসহ ৫টি নিবন্ধিত রাজনৈতিক দল ২৭২টি আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছে। জোটের প্রধান শরীক দল আওয়ামীলীগ এককভাবে ২৬০টি আসনে, রাশেদ খান মেননের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৫টি, হাসানুল হক ইনুর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ৩টি, সাবেক রাষ্ট্রপতি অধ্যপক একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারা বাংলাদেশ ৩টি এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন ১টিসহ মোট ২৭২টি আসনে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। বাকি ২৬টি আসন আওয়ামীলীগের শরীক দল জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে।

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে আরো ৩টি, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ মশাল প্রতীকে ৮টি, বিকল্পধারা বাংলাদেশ কুলা প্রতীক নিয়ে ২৩টি এবং বাংলাদেশ তরীকত ফেডারেশন ফুলের মালা প্রতীকে ১৬টি আসনে জোটের বাইরে নির্বাচন করছেন।

অন্যদিকে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ নিয়ে বিএনপিসহ ৯টি নিবন্ধিত রাজনৈতিক ২৮২টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এর মধ্যে বিএনপি এককভাবে ২৫৭টি আসনে, কর্ণেল অলির লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি থেকে ৪ জন, কাদের সিদ্দীকির কৃষক শ্রমিক জনতা লীগ থেকে ৩ জন, অ.স.ম রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি থেকে ৪ জন, আন্দালিব রহমান পার্থর বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে ১ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ থেকে ৩ জন, ড. কামাল হোসেন এর গণফোরাম থেকে ৭ জন,. মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের বাংলাদেশ কল্যাণ পার্টি থেকে ১ জন এবং খেলাফত মজলিশ থেকে ২ জন প্রার্থী ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। বাকি ১৭টি আসনে বিএনপি তথা ধানের শীষের প্রতীকের প্রার্থী আদালত কর্তৃক বাতিল হওয়া কোন প্রার্থী নেই। ১টি আসনে কর্ণেল অলি কুলা প্রতীকে নির্বাচন করায় সেখানে বিএনপির কোন প্রার্থী দেয়নি।

এছাড়াও লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি দলীয় প্রতীক ছাতা নিয়ে আরো ৪ জন, কৃষক শ্রমিক জনতা লীগ থেকে গামছা প্রতীকে ৫ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি তারা প্রতীকে ১৫ জন, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি গরুর গাড়ি প্রতীকে ২ জন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দলীয় প্রতীক খেজুর গাছ নিয়ে ৫ জন, গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূয্য ২১ জন এবং বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকে ১ জন এবং খেলাফত মজলিশের দেয়ালঘড়ি প্রতীকে ১০ জন প্রার্থী আলাদাভাবে নির্বাচন করছেন।

বিজ্ঞাপন

অন্যদিকে এরশাদের জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে ১৭৫ টি আসনে, চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ- হাতপাখা প্রতীকে ২৯৮টি আসনে,.

জাতীয় পার্টি-জেপি (বাইসাইকেল)-১১টি, বাংলাদেশের সাম্যবাদী দল- (চাকা) ২ জন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি (কাস্তে) ৭৪ টি, গণতন্ত্রী পার্টি (কবুতর) ৬টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (কুঁড়ে ঘড়) ৯টি, জাকের পার্টি (গোলাপ ফুল) ৯০ টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মই)-৪৪টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন (বটগাছ) ২৪ টি, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন) ৪৮টি, ন্যাশনাল পিপলস পার্টি (আম) ৭৯টি আসনে প্রার্থী রয়েছে।

এছাড়াও গণফ্রন্টের (মাছ) ১৩ জন, প্রগতিশীল গণতান্ত্রিক দল-পিডিপি (বাঘ) ১৪টি, বাংলাদেশ ন্যাপ (গাভী)-৩ জন, বাংলাদেশ জাতীয় পার্টি (কাঁঠাল)-১১ জন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) ১৮জন, ইসলামী ঐক্যজোট (মিনার) ২৫ জন, বাংলাদেশ খেলাফত মজলিম (রিকশা) ৫ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (মোমবাতি) ২৫জন, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা (হুক্কা) ৪জন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি (কোদাল) ২৮ জন, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাতপাঞ্জা) ১ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) ২ জন ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন) ৫৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সারাবাংলা/জিএস/এমও

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর