Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঢাকায় কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই, নিরাপত্তার চাদরে ঢাকা’


২৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৫২ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৫:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বাচনে ঢাকা মহানগরীতে কোনো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র নেই। গোটা ঢাকা নিরাপত্তা চাদরে ঢাকা রয়েছে।’ এ কথা বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ভোটের আগের দিন রাজধানীবাসীকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, , ‘নির্বাচনকে কেন্দ্র করে রাজধানী আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।’
শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে ডিএমপি সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, ‘প্রতিটি নির্বাচনেই কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করি। সেসব কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তাও দেই। সেই বিবেচনা থেকে ঢাকা মহানগরীতে সব বাহিনীর সমন্বয়ে নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।’

বিজ্ঞাপন

‘তবে ঢাকা মহানগরীতে কোনও ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই,’ যোগ করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা নগরী। সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাতে যেতে পারেন, ভোট দিয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারেন তার ব্যবস্থা করেছি আমরা।

ডিএমপি কশিশানার সতর্ক করে দিয়ে বলেন, কেউ যদি ভোটকেন্দ্রে নির্বাচন কমিশনের আচরণবিধি লঙ্ঘন করে, পেশিশক্তি ব্যবহার করতে চায় এবং কোনও বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায়, তাকে কঠোর হস্তে দমন করা হবে।’

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর