।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাঙামাটি : হামলা-মামলা, ধর-পাকড়, ভয়-ভীতি দেখিয়ে বিএনপি নেতাকর্মীদের বাড়িছাড়া করা হচ্ছে বলে অভিযাগ করেছেন রাঙামাটির বিএনপি প্রার্থী মনি স্বপন দেওয়ান।
শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি শহরের কাঠালতলীতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
মনি স্বপন বলেন, জেলার দশ উপজেলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ইতোমধ্যে ১৩টি মামলায় আনুমানিক ৩ হাজার জনকে আসামি করা হয়েছে। যার মধ্যে এজাহার ভুক্ত প্রায় ৫ শতাধিক।
সংবাদ সম্মেলনে মনি স্বপন দেওয়ান নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নির্বাচনের দিন নিরপেক্ষ থাকার আহ্বান জানান। যেন ভোটাররা কেন্দ্রে এসে নিবিঘ্নে ভোট দিতে পারেন।
এ সময় তার সাথে আরও উপস্থিত ছিলেন, কেদ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, সহ উপজাতি বিষয়ক সম্পাদক কর্নেল অবঃ মনীষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম, সাধারণ সম্পাদক দীপন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনর নেতারা।
সারাবাংলা/এসএমএন