Wednesday 14 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি শেষ


২৯ ডিসেম্বর ২০১৮ ১৪:৫২

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

গাজীপুর: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট বাক্স, ব্যালট পেপার, অমোচনীয় কালিসহ নির্বাচনি সরঞ্জাম।

এছাড়া প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালনের জন্য পুলিশ, আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের স্ব স্ব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচনি প্রস্তুতি প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ড. দেওয়ান হুমায়ূন কবীর বলেন, ‘উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ৯২২টি কেন্দ্রের মধ্যে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম পাঠানো হয়েছে। এই নির্বাচনে ১ হাজার ৬৮২ জন পুলিশ, ৫৭০ জন সেনা সদস্য, ১৩ প্লাটুন বিজিবি ও র‌্যাব তাদের স্ব স্ব দায়িত্ব পালন করবেন।’

তিনি আরও জানান, এছাড়া প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ প্রশাসনের ১১ হাজার ২১৮ জন সদস্য ভোটের দিন তাদের দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, গাজীপুরের ৫টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ১৮ হাজার ৪১১ জন।

সারাবাংলা/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর