Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে মশার কয়েল থেকে আগুন লেগে ২ শিশুর মৃত্যু


২৯ ডিসেম্বর ২০১৮ ১৫:০৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী মাতুয়াইলের একটি বাসায় মশার কয়েল থেকে আগুন লেগে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আছেন তাদের বাবা ইকবাল হোসেন (৫৫)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে আগুনের ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম পলাশ (১২) ও তুষার (৭)।

ইকবালের বোন জামাই ইমাম হোসেন জানায়, ‘মাতুয়াইল উত্তরপাড়া কাউন্সিলর রোডে নিজেদের টিনশেড বাসায় থাকতো তারা। ইকবাল মোটর মেকানিকের কাজ করতো। পলাশের মা কয়েকদিন আগে ময়মনসিংহ বাবার বাড়িতে বেড়াতে যায়। রাতে মশার কয়েল জ্বালিয়ে দুই ছেলেকে নিয়ে ইকবাল বাসায় ঘুমিয়ে ছিল। হঠাৎ আগুন দেখে প্রতিবেশিরা ছুটে এসে আগুন নেভায়। দগ্ধ ইকবালকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

বিজ্ঞাপন

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানায়, ‘রাতে মাতুয়াইলের একটি বাসায়, মশার কয়েল থেকে আগুন লেগে দুই শিশু ঘটনাস্থলেই মারা যায়। তাদের বাবা দগ্ধ হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের ১৪ ভাগ পুড়ে গেছে।

সারাবাংলা/এসএসআর/এমআই

২ শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর