।। সারাবাংলা ডেস্ক ।।
ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী সকালে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তাঁর ভোট প্রদান করবেন।’ খবর: বাসস।
উল্লেখ্য, আগামীকাল ৩০ ডিসেম্বর জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ হবে। গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত করা হয়েছে।
সারাবাংলা/এমও