Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংলাপের মাধ্যমে অর্থবহ সমাধান সম্ভব: বিএনপি


১৩ জানুয়ারি ২০১৮ ১৭:৪৭ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৯:০৫

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ‘আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সংলাপের মাধ্যমে ২০১৮-এর নির্বাচন সম্পর্কে একটা অর্থবহ সমাধানে আসা সম্ভব বলে মনে করে বিএনপি।’

গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

‘সংবিধান অনুযায়ী ২০১৮ সালের শেষ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা আমাদের সংবিধানে সম্পূর্ণভাবে বলা আছে। সংবিধান অনুযায়ী নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। সেই সরকার সর্বতোভাবে নির্বাচন কমিশনকে নির্বাচন পরিচালনায় সহায়তা করবে’ —প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকার সম্পর্কে স্পষ্ট কোনো বিধান নেই।’

প্রধানমন্ত্রীর বক্তব্য নির্বাচনকে ঘিরে বিদ্যমান সংকটকে আরও ঘনীভূত করে তুলেছে অভিযোগ করে তিনি বলেন, ‘বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচনকালীন সরকারও হবে বিদ্যমান সরকারেরই অনুরূপ। নির্বাচনকালীন সরকার কেবল রুটিন ওয়ার্ক করবে—  বর্তমান সংবিধানে এমন কিছু উল্লেখ নেই। সংবিধানের ১৫ ও ১৬তম সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগের শাসনকে পাকাপোক্ত করার একটি ব্যবস্থাই কেবল করা হয়েছে।’

‘তবে প্রধানমন্ত্রী যদি আন্তরিকভাবে নির্বাচনকালীন সরকার নিয়ে নতুন কিছু ভেবে থাকেন, তবে তার উচিত হবে এ নিয়ে সকল স্টেক হোল্ডারদের সঙ্গে সংলাপের উদ্যোগ নেওয়া। আমাদের দল মনে করে আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ সংলাপের মাধ্যমে ২০১৮-এর নির্বাচন সম্পর্কে একটা অর্থবহ সমাধানে আসা সম্ভব।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বরচন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

সারাবাংলা/ এজেড/আইজেকে

বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর