তীব্র শীত তবু রৌদ্রোজ্জ্বল নির্বাচনের দিন
২৯ ডিসেম্বর ২০১৮ ১৬:৪৮
।। মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর।।
ঢাকা: রোববার (৩০ ডিসেম্বর) সারাদেশে একাদশ সংসদ নির্বাচন। এদিকে, সারাদেশে বয়ে যাচ্ছে শৈত্য প্রবাহ। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমের কিছু জেলায় তীব্র এবং দেশের বাকি অংশে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহের খবর পাওয়া গেছে। তবে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শীত যতই হোক দিনটি হবে রৌদ্রোজ্জ্বল।
উত্তরবঙ্গের চার জেলা রাজারহাট, তেঁতুলিয়া, রাজশাহী ও দিনাজপুরে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এর মধ্যে রাজারহাটে গতকাল (২৮ ডিসেম্বর) সর্বনিম্ন ৫.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এরমধ্যে রাজশাহী ও তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও খুলনা ও বরিশালের সবগুলো জেলায় মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তার মধ্যে চুয়াডাঙ্গায় ৫.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
দেশের কোনো এলাকায় তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি নয়। শনিবার (২৮ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও মাদারীপুর ও গোপালগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৬.৬ ও ৬.২ ডিগ্রি সেলসিয়াস, বাকি জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
এর মধ্যে আগামীকাল রোববার (৩০ ডিসেম্বর) সকাল আটটা থেকে শুরু হবে ভোট গ্রহণ। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। যেহেতু ঘন কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে না তাই আশা করা যাচ্ছে ভোটগ্রহণ শুরু করতে কুয়াশা কোনো বাঁধা হবে না।
আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়াবিদ মো. আরিফ হোসেন সারাবাংলাকে জানিয়েছেন, নির্বাচনের দিনটি শীতকালের দিনগুলোর মধ্যে সবচেয়ে আরামদায়ক হবে। শীতের তীব্রতা থাকবে তবে যেসব কারণে একটি শীতের দিনকে দুর্যোগপূর্ণ বলা হয় সেরকম কোনো বিষয় নির্বাচনের দিনে থাকবে না। কুয়াশা বা মেঘলা আকাশের সম্ভাবনা তিনি দেখছেন না। তাই, এ আবহাওয়াবিদ আশা করছেন, নির্বাচন হবে রৌদ্রোজ্জ্বল।
আরিফ হোসেন আরও বলেন, শীতের যে তীব্রতা থাকবে তা রোদ উঠলেই কেটে যাবে। তাই, সকাল ভোট প্রদানে কোনো বাঁধা তিনি দেখছেন না।
তাহলে এই তীব্র শীত আর শীতের বুকে থাকা উষ্ণ সূর্যটাকে নিয়ে আমরা এগিয়ে যাই নির্বাচনের দিনের দিকে। নির্বাচন এমন একটা দিন যেদিন আমাদের মত সাধারণ মানুষ নির্ধারণ করেন দেশের ভবিষ্যত। এই ভবিষ্যতের কাণ্ডারী হিসেবে আমরা যাকেই নির্ধারণ করি তিনি যেন বাংলাদেশের সূর্য হয়ে আসেন। আর সেই সূর্যের আলো দেখতে পায় সারাবিশ্ব।
সারাবাংলা/এমএ/জেএএম