Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার দুঃসাহস কেউ দেখাবেন না: সিএমপি কমিশনার


২৯ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৮

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: ভোটের দিন যেকোনো ধরনের নাশকতা মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান। নাশকতা করার দুঃসাহস কাউকে না দেখানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৯ ডিসেম্বর) নগরীর দামপাড়া পুলিশ লাইনে সিএমপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, ‘যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আমরা সক্ষম। আমাদের সোয়াত আছে, বম্ব ডিজপোজাল ইউনিট আছে। কুইক রেসপন্স টিম কাজ করে। এসব ফোর্স পুলিশ লাইনে স্ট্যান্ডবাই থাকবে। যেকোনো ধরনের নাশকতা মোকাবিলার সক্ষমতা আমাদের আছে। সুতরাং নাশকতা করার দুঃসাহস আশা করি কেউ দেখাবেন না।’

চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত সংখ্যালঘু ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বানও জানিয়েছেন নগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা। সিএমপি কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘২০০১ থেকে ২০১৪ সালের নির্বাচন পরিস্থিতি বিবেচনা করে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় ভোট কেন্দ্রসহ সব জায়গায় নিরাপত্তা দিতে সক্ষম। আমরা নগরীর সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো শনাক্ত করেছি। পাশাপাশি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাওয়ার জন্য মোটিভেশনাল প্রোগ্রাম করা হয়েছে।’

নগরীতে সাড়ে ছয় হাজার পুলিশ ও সাত হাজার আনসার সদস্য মোতায়েন করা হয়েছে উল্লেখ করে সিএমপি কমিশনার জানান, চট্টগ্রাম মহানগরীর ৫৯৭টি কেন্দ্রে প্রতিটিতে তিন থেকে পাঁচজন করে পুলিশ দুইজন অস্ত্রধারী আনসার সদস্যসহ ১২ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। প্রতি পাঁচটি কেন্দ্রে একটি করে মোবাইল টিম এবং থানায় একজন একজন পরিদর্শকের নেতৃত্বে একটি করে স্ট্রাইকিং টিম করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

এদিকে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন ও সহকারী কমিশনার থেকে অতিরিক্ত উপ-কমিশনারের নেতৃত্বে বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা পুলিশের টিম কাজ করছে বলেও সংবাদ সম্মেলনে জানান সিএমপি কমিশনার মাহাবুবর রহমান।

এছাড়া যেসব কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করা হবে সেসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন। এছাড়া সিএমপির নিয়ন্ত্রণ কক্ষে পুলিশের পাশাপাশি সেনা ও বিজিবি কর্মকর্তারা অবস্থান করবেন বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আমেনা বেগম, উপ-কমিশনার (সদর) শ্যামল কান্তি নাথ ছিলেন।

সারাবাংলা/আরডি/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর