।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেউ বিশৃঙ্খলা কিংবা সহিংসতার দুঃসাহস দেখালে তার পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ।
শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মিরপুর-১০ এলাকার নির্বাচনি কেন্দ্রসমূহ পরিদর্শন শেষে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
র্যাব ডিজি বলেন, ‘নির্বাচনি পরিবেশ পর্যবেক্ষণে আমি সারাদেশ ঘুরেছি। বিগত নির্বাচনগুলোর তুলনায় এবার সংহিসতার পরিবেশ একেবারেই কম। তারপরও কেউ যদি নির্বাচনকে ঘিরে কোনো ধরণের বিশৃঙ্খলা কিংবা সহিংসতার চেষ্টা করে সেটি আমরা শক্ত হাতে ভণ্ডুল করে দিবো।
তিনি আরও বলেন, ‘নির্বাচনকে ঘিরে একটি মহল সাইবার ওয়ার্ল্ডে গুজব ছড়িয়ে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করতে চেষ্টা করেছে। আমরা সেগুলো আমাদের সাইবার টিম দিয়ে মোকাবিলা করছি। তাদের চেষ্টা কোনোভাবেই সফল হবে না। আমাদের সদস্যরা যথেষ্ট তৎপর রয়েছে।’
নাশকতার কোনো ধরনের হুমকি আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নাশকতার বিষয়টি মাথায় রেখে আমাদের সদস্যরা কাজ করছে। কে কোথায় নাশকতা করতে পারে এমন সব তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা তাদের শক্তভাবে মোকাবিলা করবো এবং কেউ যদি বিশৃঙ্খলা কিংবা সহিংসতার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে তবে এর ভয়াবহ পরিণাম তাদের ভোগ করতে হবে।’
সারাবাংলা/এসএইচ/এমও