Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদেশিদের ব্রিফ: প্রথমবারের মতো সবগুলো দল ভোট করছে


২৯ ডিসেম্বর ২০১৮ ১৯:০২

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

ঢাকা: এগারতম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো নিবন্ধিত সবগুলো রাজনৈতিক দল ৩০ ডিসেম্বর, রোববার ভোট করছে। চমৎকার একটি ভোট অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশন (ইসি) এরই মধ্যে সব ধরণের প্রস্তুতিও শেষ করেছে।

বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীদের জন্য আয়োজিত প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমদ শনিবার (২৯ ডিসেম্বর) এসব তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দিন আহমদের সঙ্গে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, প্রধান তথ্য কর্মকর্তা বেগম কামরুন নাহারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, ‘আমরা একটি চমৎকার ভোট অনুষ্ঠানের জন্য নিরাপত্তাসহ সব ধরণের প্রস্তুতি শেষ করেছি। এবারই প্রথমবারের মতো নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল ভোট করছে।’

তিনি আরও বলেন, ‘এবারের মোট ভোটার ১০৪ দশমিক ২ মিলিয়ন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ এবং নারী ভোটার ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২। ৩০০ আসনের জন্য মোট ১ হাজার ৮৬১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যার মধ্যে ১ হাজার ৭৩৩ জন একাধিক রাজনৈতিক দলের প্রার্থী, বাকি ১২৮ জন স্বতন্ত্রভাবে ভোট করছে।’

এবারের নির্বাচনে বিচ্ছিন্নভাবে কয়েকটি সহিংসতার ঘটনা ঘটলেও বড় ধরনের সহিংসতা ঘটার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে ইসি সচিব বলেন, ‘রোববারের ভোটে বড় ধরণের কোনো সহিংসতা ঘটার সম্ভাবনা নেই। সেনাবাহিনীসহ সবগুলো নিরাপত্তা বাহিনীর সদস্যরা যেকোনো সহিংসতা প্রতিরোধের জন্য প্রস্তুত রয়েছে।’

বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গে ইসি সচিব বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন এবারের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে। এজন্য তারা এবারের ভোট পর্যবেক্ষণে আসছে না।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এবারের ভোট পর্যবেক্ষণ করতে ১৫০ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৬৫ জন বিদেশি সাংবাদিক এসেছে। এর বাইরে ২৫ হাজার ৯০০ জন স্থানীয় পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবে।’

প্রেস ব্রিফিংয়ে কমবেশি ৩৩ জন বিদেশি পর্যবেক্ষক এবং গণমাধ্যমকর্মীকে উপস্থিত থাকতে দেখা গেছে। ইসি এবং তথ্য অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, ১৫০ জন বিদেশি পর্যবেক্ষক এবং ৬৫ জন বিদেশি সাংবাদিকদের সকলেই বাংলাদেশে এসেছেন কি-না তা এখনো নিশ্চিত না। তবে তারা সকলেই ভোট পর্যবেক্ষণের জন্য ভিসা নিয়েছেন।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘রোববার ভোট হবে ঐতিহাসিক। কেন না এবারই প্রথমবারের মতো শান্তিপূর্ণ এবং সবগুলো দলের অংশগ্রহণে ভোট অনুষ্ঠিত হচ্ছে।’

সারাবাংলা/জেআইএল/এমআই

নির্বাচন কমিশন বিদেশি পর্যবেক্ষক

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর