Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নৌকার জোয়ারে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত: এইচ টি ইমাম


২৯ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৩ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ১৯:৩৪

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: নৌকার জোয়ারে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত বলে মন্তব্য করেছেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এইচ টি ইমাম।

শনিবার (২৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মিডিয়া উপ-কমিটির সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

এইচ টি ইমাম বলেন, আমি কিন্তু নিজের এবং আশপাশের অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকা শহর খালি হয়ে গেছে। অধিকাংশ লোক নিজ নিজ এলাকায় গেছেন ভোট দিতে। আমার ড্রাইভার পর্যন্ত ছুটি নিয়ে গ্রামে গেছে ভোট দিতে। এই যে ভোটের উৎসাহ, এটা একেবারে ঈদের মতো, পহেলা বৈশাখের ঈদের মতো, উৎসবমুখর চমৎকার পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে আগামীকাল ইনশাল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘আমরা বিশ্বাস করি, জননেত্রী শেখ হাসিনার সরকারের এখনকার যে জনপ্রিয়তা এবং এখন নৌকার পক্ষে যে জোঁয়ার আমরা দেখতে পাচ্ছি, তাতে আমাদের বিজয় সুনিশ্চিত ইনশাল্লাহ।’যোগ করেন এইচটি ইমাম।

তার আগে লিখিত প্রশ্নে এইচ টি ইমাম বলেন, আমরা মনে করি, বাঙালি জাতি আগামীকাল স্বাধীনতা ও সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জয়যুক্ত করে বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ দেবে। আমরা ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হারিয়েছি। বাঙালি জাতি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সেবা থেকে বঞ্চিত হয়েছে। আজ বঙ্গবন্ধু বেঁচে থাকলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অনেক আগেই সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হতো। জাতির দুভার্গ্য এই যে, ৪৭ বছরের বাংলাদেশে স্বাধীনতার পক্ষের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ মাত্র ১৮ বছর বাংলার জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন। আমরা বাংলার জনগণের কাছে দেশ সেবার জন্য নৌকা মার্কায় ভোটের আবেদন জানাচ্ছি।

বিজ্ঞাপন

জাতীয় ঐক্যফ্রন্টসহ বিএনপি নেতাদের ফাঁস হওয়া বিভিন্ন ফোনালাপ ও ভোট কেন্দ্র দখলের ষড়যন্ত্রের দিকগুলোও তুলে ধরেন এইচ টি ইমাম। তিনি বলেন, তারেক রহমানের বক্ততায় শান্তিপূর্ণ নির্বাচনি পরিবেশ; বিনষ্ট ও সন্ত্রাস সৃষ্টির পরিকল্পনা ও নির্দেশনা দেওয়া হয়েছে। তারা সংঘবদ্ধভাবে গেরিলা কায়দায় ভোট কেন্দ্রে গিয়ে কেন্দ্র দখলের হুমকিও দিয়েছে। একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট উৎসবকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

‘পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই’র অর্থায়নে ব্যাপক সহিংসতা ও অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার ও বিভ্রান্তি ছড়ানোর চক্রান্ত চলছে বলেও দাবি করেন এই আওয়ামী লীগ নেতা।

এছাড়াও, তিনি ১ ডিসেম্বর থেকে বর্তমান পর্যন্ত বিএনপি-জামায়াত নেতাদের সহিংসতায় ক্ষমতাসীন দলের নিহত ও আহতের ঘটনা, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার বিষয়টিও তুলে ধরেন তিনি।

আওয়ামী লীগের ইশতেহারে আমরা ঘোষণা করেছি, তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি। বাংলাদেশের উন্নয়নের সুফল যাতে ধনী গরীব নগর-শহর, গ্রাম-শহরে সমানভাবে ভোগ করতে পারেন তার জন্য বলেছি, আমার শহর আমার গ্রাম। আমরা দেশের প্রতিটি গ্রামকে আধুনিক সুবিধা সম্প্রসারণ করতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টাপরিষদ সদস্য ড. মসিউর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং ত্রাণ ও সমাজকল্যাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুরনাহার লাইলী, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মিডিয়া উপ-কমিটির সদস্য সচিব কাশেম হুমায়ুনসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/জেএএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর