Thursday 15 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নির্বাচন বানচালের অপচেষ্টা প্রতিহতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী’


২৯ ডিসেম্বর ২০১৮ ১৯:৪০ | আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৮ ২০:১৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: নির্বিঘ্নে ভোট প্রদানের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি-জামায়াতের নির্বাচন বানচালের সব ধরনের অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

শনিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর তেজগাঁও মনিপুরীপাড়ায় নিজ বাসভবনে আয়োজিত দেশের সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে নিরাপত্তা বাহিনী সুষ্ঠু পরিবেশ তৈরি করেছে। বিএনপি-জামায়াত বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালাচ্ছে। জনগণকে এসব অপচেষ্টা ও প্রচারে কান না দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিরাপত্তাবাহিনীর লাখ লাখ সদস্য তৎপর রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা তৎপর রয়েছে। দেশের পরিস্থিতি সুন্দর ও নির্বাচন উপযোগি বলে মনে হচ্ছে। অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে পরিবেশ ভালো রয়েছে। পহেলা ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বিএনপি জামায়াতের হামলায় ৬ জন নিহত হয়েছে, ১৮৭ টি আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয় বাড়িঘর ও শোভাযাত্রায় হামলা করা হয়েছে। ৫৮টি কার্যালয়ে গুলি ও বোমা হামলা চালানো হয়েছে। এছাড়া সংখ্যালঘুদের তিনটি বাড়িতে হামলা করা হয়েছে। ৫টি স্থানে পুলিশের ওপর হামলা চালানো হয়েছ। তারপরও মানুষকে অভয় দিচ্ছি, আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘পোলিং এজেন্ট পাচ্ছেন না এটা ভুল কথা, পোলিং এজেন্ট নির্বাচনের দিন দেবে। আর যারা অগ্নিসংযোগ ঘটিয়েছে, হামলা চালিয়েছে এমন কোনো ব্যক্তিকে পোলিং এজেন্ট বানাতে চাইলে তাহলে তো কাউকে পাবে না।’

বিজ্ঞাপন

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সোস্যাল মিডিয়া ব্যবহার করে একটি মহল অপচেষ্টা চালানোর অপতৎপরতা অনেক আগে থেকেই রয়েছে। তবে যারা উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালিয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেসব নাশকতা চালানোর খবর পাওয়া গেছে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। সবকিছু নিয়ে নিরাপত্তা বাহিনী কাজ করছে। গোয়েন্দা সংস্থা যেসব নাশকতার সম্ভাবনার কথা বলছে, আইনশৃঙ্খলা বাহিনী সব বিষয়ে তৎপর রয়েছে। আগামীকাল মানুষ সুষ্ঠু পরিবেশে ভোট দেবেন। সারাদেশের মানুষ উৎসব করবে। আনন্দঘন ও নিরাপদ পরিবেশ থাকবে।’

সারাবাংলা/ইউজে/এমও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর