Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি


৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৩ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৯

।। স্টাফ করেসপন্ডেন্ট।। 

ঢাকা:ভোটারদের দুর্ভোগ এড়াতে ভোট দিতে যাচ্ছেন না রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। আজ সারাদিন তিনি বঙ্গভবনেই থাকছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

জয়নাল আবেদীন জানান, রাষ্ট্রপতি নিজ এলাকায় ভোট দিতে গেলে তার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটির ব্যবস্থা করতে হয়। এতে সাধারণ ভোটারদের সমস্যা হতে পারে। একই কারণে গত নির্বাচনেও রাষ্ট্রপতি ভোটদানে বিরত ছিলেন।

রোববার (৩০ ডিসেম্বর) সব দলের অংশগ্রহণে সকাল ৮টায় শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ভোট উপলক্ষে আগেই সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিটি জেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনি সামগ্রী। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর টহল, বিজিবি ও পুলিশের উপস্থিতি রয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/জেডএফ

আরও পড়ুন: জনগণ যে রায় দেবে তা আমরা মেনে নেব: ভোট দিয়ে প্রধানমন্ত্রী

ভোট দিচ্ছেন না রাষ্ট্রপতি

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর