।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নোয়াখালী : একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বিএনপি-জামায়াত নাশকতার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এই বিজয়ের মাসে আবারও নিশ্চিত পরাজয় জেনে তারা মরণ কামড় দিতে পারে।
রোববার (৩০ ডিসেম্বর) সকালে নোয়াখালির কোম্পানিগঞ্জে নিজ ভোটকেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
শনিবার (২৯ ডিসেম্বর) দেশের কয়েকটি স্থানে সহিংসতার উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, সারাদেশে সহিংসতার ঘটনায় বলি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরাই। তার মানে ওই সাম্প্রদায়িক অপশক্তি এখনও তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ওবায়দুল কাদের বলেন, ‘তারা এ বিজয়ের মাসে তাদের যে আবারও একটা পরাজয় এটা মেনে নিতে পারবে না। এজন্য তারা মরণ কামড় দিতে চায়। তারা শেষ চেষ্টা চালাবে। সহিংসতা নাশকতার আশংকা ছিল। গতকালও এই অপশক্তি বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। আজও যে চেষ্টা করবে না তা নয়। তবে সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ বাহিনী সতর্ক আছে। যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।’
এছাড়া রাজনৈতিকভাবে তারাও সতর্ক আছেন বলে জানান এই নেতা।
সারাবাংলা/এসএমএন
আরও পড়ুন: ঐক্যফ্রন্টের বিজয় অনিবার্য: ফখরুল