Monday 12 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে নৌকার জোয়ার উঠেছে: গোলাম দস্তগীর গাজী


৩০ ডিসেম্বর ২০১৮ ০৯:৫০ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১২:৩০

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, সারাদেশে নৌকার জোয়ার উঠেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ১ আসনের আওয়ামী লীগ প্রার্থী গোলাম দস্তগীর গাজী। সকাল ৮টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রুপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়া শেষে তিনি এ কথা বলেন। এ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি।

ভোট দেওয়া শেষে গোলাম দস্তগীর গাজী আরো বলেন, মানুষ উন্নয়নকে সমর্থন দিচ্ছে। এজন্য ভোটাররা সকাল থেকে ভোট দিতে এসেছেন। ভোটের পরিবেশ খুব ভালো, কোথাও কোনো বিশৃঙ্খলার আশঙ্কা নেই। জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী দস্তগীর বলেন, আওয়ামী লীগ সরকার দেশে সবচেয়ে বেশি উন্নয়ন করেছে।

অন্যদিকে, নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী সকাল ৯টায় রূপসী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। এ সময় তিনি বলেন, মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। মানুষ এত খুশি যে, সবাই ভোট দিতে আসছে। মানুষ আজ ঈদের চেয়ে বেশি খুশি।

জয়ের বিষয়ে হাসিনা গাজী বলেন, আমি রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে, শতভাগ নিশ্চিত নৌকার জয় হবে। কারণ, আওয়ামী লীগ সরকার যত উন্নয়ন করেছে, অন্য কোনো সরকার এত উন্নয়ন করেনি। এজন্য সবাই দলে দলে নৌকায় ভোট দিচ্ছে।

নারায়ণগঞ্জ-১ আসনে মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৭৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৮ হাজার ৩৯৪ ও নারী ভোটার ১ লাখ ৭১ হাজার ৩৯৭ জন। দশম সংসদের চেয়ে এবার ৪০ হাজার ৭৬৭ জন ভোটার বেশি।

এখানে মোট ভোটকেন্দ্র ১২৭টি। নির্বাচনে প্রার্থী ৮ জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী একজন।

এদিকে, গোলাম দস্তগীর গাজী ও হাসিনা গাজীর বড় ছেলে গাজী গোলাম মর্তুজা পাপ্পা রূপগঞ্জের রূপসী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ে সকাল সাড়ে ৯টায় ভোট দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএএম

বিজ্ঞাপন

আর যুদ্ধ নয়: পোপ লিও
১২ মে ২০২৫ ০৯:০৫

আরো

সম্পর্কিত খবর