রাঙামাটিতে আ.লীগ-বিএনপি সমর্থকদের সংঘর্ষে যুবলীগ নেতার মৃত্যু
৩০ ডিসেম্বর ২০১৮ ১১:১৪
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
রাঙামাটি: রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়ায় আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে বাছির উদ্দীন (৩৫) নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে।
রোববার (৩০ ডিসেম্বর) সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত বাছির উদ্দীন ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এরশাদ মিয়া।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান এই সংঘর্ষ ও মৃত্যুর কথা নিশ্চিত করেছেন সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভোটগ্রহণ শুরুর আগে ইউনিয়নের রাঙ্গিপাড়া এলাকায় নৌকা ও ধানের শীষের দু’দল সমর্থকের মধ্যে হঠাৎ সংঘর্ষ শুরু হয়। এসময় বাছির উদ্দীনসহ উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। আহতের মধ্যে গুরুতর বাছির উদ্দীনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, ভোটগ্রহণের আগে দু’দলের সংঘর্ষে আহত যুবলীগ নেতাকে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই শীলাব্রত বড়ুয়া জানিয়েছেন, নিহত বাছিরের শরীরে ধারালো অস্ত্র ও মারধরের চিহ্ন আছে।
সারাবাংলা/এসএমএন