Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুর ১টায় সংবাদ সম্মেলন ডেকেছে ঐক্যফ্রন্ট


৩০ ডিসেম্বর ২০১৮ ১০:৪২ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ১০:৪৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোশাল করেসপন্ডেন্ট ।।

সারাদেশে ভোট কারচুপি ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ জানিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। রোববার (৩০ ডিসেম্বর) দুপুর ১টায় আরামবাগের গণফোরাম অফিসে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এর আগে, সকালে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন কামাল। তখন কামাল অভিযোগ করে বলেন, ‘আমাদের কাছে খবর এসেছে রাতেই ভোট দেওয়া হয়ে গেছে। সরকার ভোটাধিকার হরণ করে শহীদদের সঙ্গে, বঙ্গবন্ধুর সঙ্গে বেঈমানি করেছে।’

কামাল আরও বলেন, ‘মিনিটে মিনিটে খবর পাচ্ছি বাইরের কেন্দ্রগুলো নির্বাচনি কোনো এজেন্ট নেই। এটি দুঃখজনক ও লজ্জাজনক। আমরা বলেছি সংশ্লিষ্ট এলাকার সাংবাদিক ও নির্বাচন কর্মকর্তাদের বিষয়টি জানাতে।’

বিজ্ঞাপন

রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোনো ধরনের বিরতি ছাড়াই সারাদেশে একযোগে ভোটগ্রহণ চলবে। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা বাহিনীও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

সারাবাংলা/এনএইচ

গণফোরাম জাতীয় ঐক্যফ্রন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর