Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলিতেই মৃত্যু তিন জঙ্গির


১৩ জানুয়ারি ২০১৮ ১৯:০০ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৯:০৬

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: পশ্চিম নাখালপাড়ার রুবি ভিলাতে মারা যাওয়া তিন জঙ্গির মৃত্যু গুলিতেই হয়েছে বলে জানিয়েছেন শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ এম সেলিম রেজা চৌধুরী। শনিবার (১৩ জানুয়ারি) বিকেল পাঁচটায় এ তিন জঙ্গির ময়নাতদন্ত শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

অধ্যাপক ডা. এ এম সেলিম রেজা চৌধুরী বলেন, ‘তেজগাঁও থানা থেকে তিনটি লাশ পেয়েছি। তিনজনের শরীরেই বুলেটের চিহ্ন রয়েছে। গুলিতেই তাদের মৃত্যু হয়েছে।’

তিনি বলেন, ‘সুরতহাল প্রতিবেদনে যে আঘাতের কথা উল্লেখ করা হয়েছে আমার সেই আঘাতগুলো পেয়েছি। প্রত্যেকের শরীরে অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে। একজনের শরীরে একটি বুলেট পাওয়া গেছে।’

তবে বিষয়টি রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গোপনীয় উল্লেখ করে অধ্যাপক সেলিম রেজা সারাবাংলাকে বলেন, ‘সব তথ্য জানানোর বিষয়ে আমাদের বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। পুরো বিষয়টি আমি আমার প্রতিবেদনে লিখব, তার আগে বিস্তারিত সবকিছু মিডিয়াকে আমি জানাতে পারি না।’

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান গতকাল ১২ জানুয়ারি জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব বাড়িটিতে ঘিরে ফেললে ভেতরে থাকা জঙ্গিরা র‌্যাবের উপর গ্রেনেড চার্জ করে এবং গুলিবর্ষণ করে। র‌্যাব পাল্টা গুলি ছুঁড়লে হতাহতের ঘটনা ঘটে।

র‌্যাব মহাপরিচালক বেনজির আহমেদ সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে। তারা সবাই পুরুষ, বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। নিহতদের লাশ পরে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাাতলে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেএ/আইজেকে

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর