Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্লিপ বুথ বন্ধ থাকায় মির্জা আব্বাস কলেজে ভোটগ্রহণে বিঘ্ন


৩০ ডিসেম্বর ২০১৮ ১১:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: স্লিপ বুথ বন্ধ থাকায় মির্জা আব্বাস ডিগ্রি কলেজে ভোট দিতে পারছেন না ঢাকা-৫ আসনের ভোটাররা। ফলে জাতীয় পরিচয়পত্র হাতে নিয়ে অনেক ভোটার কেন্দ্রে অপেক্ষা করছেন।

ভোটাররা ভোট দিতে কেন্দ্রে ঢুকলেও তাদেরকে বাইরে থেকে স্লিপ নিয়ে আসার জন্য বলা হচ্ছে।

জানা যায়, ওই কেন্দ্রে ভোটগ্রহণের পাঁচটি বুথ রয়েছে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৫ হাজার। এই কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষ থেকে একটা স্লিপ বুথ খোলা হয়েছিল। ভোটারদের চাপ বাড়ায় ওই বুথ বন্ধ করে দিয়ে সেখানকার কর্মীরা চলে গেছেন। ফলে স্লিপ না পাওয়ায় ভোটগ্রহণ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে।

বিজ্ঞাপন

ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তুহিনুল ইসলাম বলেন, ‘এটা অনেকের ইচ্ছাকৃত অভিযোগ। যারা জাতীয় পরিচয়পত্র এনেছেন তাদের ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে কাজটা কঠিন।’

সারাবাংলা/এজেড/একে

একাদশ নির্বাচন জাতীয়-নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর